Home বিশ্ব ফিলিস্তিনিদের অকৃতজ্ঞ জাতি বলল আমিরাত

ফিলিস্তিনিদের অকৃতজ্ঞ জাতি বলল আমিরাত

by Newsroom

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি করার পর তীব্র সমালোচনার মুখে ফিলিস্তিনিদেরকে অকৃতজ্ঞ জাতি বলেছে সংযুক্ত আরব আমিরাত।

ফ্রান্সে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত সালমান আল-হারফির সমালোচনা প্রত্যাখ্যান করে এক টুইট বার্তায় এ আখ্যা দেন আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনোয়ার গারগাশ।

সম্প্রতি ফ্রান্সে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত সালমান আল-হারফি বলেন, ‌‘সংযুক্ত আরব আমিরাত ও বাহারাইন ইসরায়েলের চেয়েও বেশি ইসরায়েল হয়ে গেছে। তারা জাতিসংঘ সনদ লঙ্ঘন করছে।

ফিলিস্তিনি রাষ্ট্রদূতের ওই মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে আরবিতে লেখা টুইটে এ পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‌ফিলিস্তিনি রাষ্ট্রদূতের এই বক্তব্য ও সমালোচনায় আমি মোটেই অবাক হইনি। কেননা তারা অকৃতজ্ঞ জাতি।

ইসরায়েলকে স্বীকৃতি দেয়া আরেক দেশ বাহরাইন জানিয়েছে, এ ইস্যুতে কোনো সমালোচনা শুনতে তারা রাজি নয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরুদ্ধাচরণ করলে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে ‌আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়ে দেয়া হয়েছে ।

আগে আরব মিডিয়ায় ইসরায়েলকে আখ্যায়িত করা হতো ইহুদিবাদী শক্তি হিসেবে। সেই দিন বদলেছে। মধ্যপ্রাচ্যে সৌদি প্রভাব বলয়ের দেশগুলো ধীরে ধীরে ফিলিস্তিনকে ছুঁড়ে ফেলে ইসরায়েলের ঘনিষ্ঠ হচ্ছে। রিয়াদের মিত্র সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন এরইমধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর আরও কয়েকটি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেবে বলে গুঞ্জন রয়েছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like