Home সারাদেশ শেরপুরে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

শেরপুরে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

by Newsroom
অগ্নিকাণ্ডে

শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউপির সাবেক চেয়ারম্যান নওয়াব আলীর বাড়িতে অগ্নিকাণ্ডে তিন পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ৩ ডিসেম্বর বৃহস্পতিবার ভোরে ফ্রিজের সর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।

৩টি পরিবারের নগদ ৩লক্ষ টাকাসহ কমপক্ষে ১২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানায়, সাবেক চেয়ারম্যান নওয়াব আলীর বাড়ির শ্যামল মিয়ার ঘর থেকে ফ্রিজের সর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে মাঝে নদী থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছাতে পারেনি।

এ দুর্ঘটনায় ওই বাড়ির শরিফ মিয়ার নগদ দুই লাখ ১০ হাজার টাকাসহ ছয় লক্ষাধিক টাকার মালামাল, আব্দুল আজিজের নগদ ৯০ হাজার টাকাসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ও শ্যামল মিয়ার দুই লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়। ভষ্মিভূত হয়। এছাড়াও আংশিক ক্ষতি হয়েছে আরও ১০ পরিবারের।

এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান নওয়াব আলী জানান, এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আসতে না পারায় অনেক ক্ষতি হয়েছে। তিনটি পরিবার নিঃস্ব হয়ে গেছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি।

আরও পড়ুন : ময়মনসিংহে বিষ দিয়ে ছয় লক্ষাধিক টাকার মাছ নিধন

ভয়েস টিভি/এমএইচ

You may also like