2
ভোলার চরফ্যাশনে অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের আটটি দোকান পুড়ে প্রায় ২১ লাখ টাকার ক্ষতি হয়েছে। ২০ অক্টোবর মঙ্গলবার সকালে পুরাতন বাসস্টান্ড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চরফ্যাশন ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মো. আমিন জানান, সকাল ৭ টার দিকে পুরাতন বাসস্টান্ড এলাকার একটি হোটেলের চুলো থেকে আগুনের সুত্রপাত।
খবর পেয়ে পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে তিনটি হোটেল, দুটি গ্লাসের দোকান, একটি মোবাইলের দোকান, একটি চায়ের দোকান ও একটি ফাস্টফুডের দোকান পুড়ে যায়। এতে প্রাথমিখভাবে প্রায় ২১লাখ টাকা ক্ষতির তালিকা তৈরি করা হয়েছে।
ভয়েস টিভি/এমএইচ