লালমনিরহাটের পাটগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ৩০ সেপ্টেম্বর বুধবার রাতে পাটগ্রাম পৌরসভার রেলস্টেশন পাড়ার এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় দৈনিক ইনকিলাব পত্রিকার পাটগ্রাম উপজেলা প্রতিনিধি ও হাতিবান্ধা মহিলা কলেজের প্রভাষক ইফতেখার আহম্মেদ ও তার দুই ভাইয়ের অর্ধকোটি টাকা ক্ষতি হয়েছে।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সুমন্ত কুমার মোহন্ত জানান, রাতে হঠাৎ সাংবাদিক ইফতেখার আহমেদের রান্না ঘরে আগুন লাগে। মুহুর্তেই তার দুই ভাই তফরেজ ও মৃত আমিনুলের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে তাদের তিন ভাইয়ের ১০টি ঘর, আসবাবপত্র, ধান চালসহ নগদ টাকা পুড়ে যায়।
এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সাংবাদিক ইফতেখার আহমেদের পরিবার। রান্না ঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
ভয়েস টিভি/এমএইচ