Home সারাদেশ আশুলিয়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

আশুলিয়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

by Newsroom

আশুলিয়ায় শাহিন উদ্দিন (২৬) নামে এক অটোরিকসা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে ছিনতাইকারীরা তাকে হত্যা করে বলে ধারণা পুলিশের।

২২ জানুয়ারি শুক্রবার দুপুরে আশুলিয়ার আয়নাল মার্কেট এলাকার আড়িআড়ার মোড়ের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গত ১৪ জানুয়ারি বৃহস্পতিবার সকালে কাইছাবাড়ি এলাকার আঞ্চলিক সড়কের পাশে পরিত্যক্ত মাঠ থেকে মোফাজ্জল হোসেন নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শাহিন উদ্দিন পাবনা জেলার মৃত হারুন ব্যাপারীর ছেলে বলে। তিনি আশুলিয়ার কাঠগড়া এলাকায় ভাড়া থেকে রিকশা চালাতেন।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক কাজী নাসের জানান,ওই এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যার পর কেউ তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like