পঞ্চগড়ে বংশবিস্তারের বিভিন্ন এলাকা থেকে আসছে নানা জাতের অতিথি পাখি। এসব জাতের পাখি প্রতি বছরেই আসে এই গ্রামে, আবার কিচিমিচির শব্দে মুখর করে চলেও যায় নিজ নিজ গন্তব্যে। পাখিদের আনাগোনায় তাদের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ছে গ্রামবাসীর।
মা ও বাচ্চা পাখির কিচিমিচির কলরবে মুখরিত হয়ে উঠেছে জেলার বোদা পৌর এলাকার নাজির পাড়া গ্রাম। গ্রামবাসীর ভালোবাসা টানে ছুটে আসে দীর্ঘদিনের পরিচিত পানকৌড়ি, শামুক্খল, বক, রাতচোরা, ঘুগুসহ প্রায় দেড় হাজার পাখি। এদের সুরক্ষায় সব সময় নজরে রাখে গ্রামবাসীরা। এছারাও শিকারির খপ্পরে পাখিদের যেন না পড়তে হয় এজন্য নিরাপত্তায় তৎপর স্থানীয় ও প্রশাসন। আর এসব পাখির অপরুপ সৌন্দর্যর দৃশ্য ক্যামরা বন্দি করতে ছুটে আসে আলোকচিত্র শিল্পীরা।
স্থানীয়রা জানায়, এসব অতিথি পাখি প্রতি বছরে বংশ বিস্তারের জন্য জুন-জুলাই মাসের দিকে আসে এবং তারা গাছের ডালে বাসা বাঁধে, আবার বংশবৃদ্ধি করে নভেম্বর ও ডিসেম্বর মাসে চলে যায় অন্যত্র।
পঞ্চগড়ের বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী জানান, অতিথি পাখিকে যেন অবৈধভাবে বিতাড়িত বা শিকার করতে না পারে এ ব্যপারে প্রশাসনের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে। পাখিগুলো উপজেলার প্রকৃতির সৌন্দর্য রক্ষা করছে এবং অতিথি পাখি আরও বৃদ্ধি পাবে এমন লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
ভয়েসটিভি/এএস