Home সারাদেশ সাতক্ষীরায় গুলিবিদ্ধ ২০ অতিথি পাখিসহ আটক ২

সাতক্ষীরায় গুলিবিদ্ধ ২০ অতিথি পাখিসহ আটক ২

by Newsroom
অতিথি

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের জর্জিয়া এলাকায় রাতের আধারে অতিথি পাখি শিকার করার সময় দুজনকে আটক করা হয়েছে। ১৬ ডিসেম্বর বুধবার রাত ১১টার দিকে সদরের সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান অভিযান চালিয়ে তাদের আটক করেন।

এ সময় বুকে ও ডানায় গুলিবিদ্ধ অবস্থায় মৃত ২০টি অতিথি পাখি উদ্ধার করা হয়। একই সঙ্গে শিকারে ব্যবহৃত রাইফেল ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে ।

আটক শিকারীরা হলেন, আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে আজমল হুদা (৩৫) ও শ্যামনগর উপজেলার পাতাখালি গ্রামের হায়দার আলীর ছেলে রফিকুল ইসলাম (২৬)।

সাতক্ষীরা সদরের সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান জানান, রাতের আধারে পাখি শিকার করছে এমন সংবাদে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুই শিকারীকে একটি করে রাইফেল ও মোটরসাইকেলসহ আটক করা হয়েছে।

এছাড়া বুকে ও ডানায় গুলিবিদ্ধ অবস্থায় মৃত বিভিন্ন প্রজাতির ২০টি অতিথি পাখিকে উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার জন্যে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান বলেন, সদর ও আশাশুনি থানার সীমান্ত এলাকায় ওৎ পেতে বুকে গুলি করে অতিথি পাখির শিকার করছিলেন দুই শিকারী। তাদের আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।

আরও পড়ুন : সীমান্তে বিএসএফের গুলিতে যুবক গুলিবিদ্ধ

ভয়েস টিভি/এমএইচ

You may also like