Home সারাদেশ ফেনীতে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু

ফেনীতে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু

by Newsroom

ফেনীর পরশুরাম উপজেলায় অতিরিক্ত মদপানে সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবকের মুত্যু হয়েছে। ২৬ অক্টোবর সোমবার রাতে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাদ্দাম উপজেলার মির্জানগর ইউনিয়নের উত্তর কাউতলী গ্রামের বৈদ্যবাড়ীর মির হোসেনের মেয়ের জামাই। তিনি কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার আলী আহাম্মদের ছেলে।

স্থানীয়রা জানায়, শশুর বাড়ি বেড়াতে এসে সাদ্দাম ২৫ অক্টোবর রোববার রাতে স্থানীয় ছাত্রলীগ নেতাদের সঙ্গে পিকনিক করছিল। সেখানে মদপানেরও ব্যবস্থা রাখা হয়েছিল। সাদ্দাম মদপান করতে করতে উল্লাস করছিল। এসময় সে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়ে।

পরদিন সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সাদ্দামকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করে কর্তব্যরত চিকিৎসক। অবস্থার অবনতি হলে তাকে সেখান থেকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে চিকিৎসাধীন অবস্থায় এদিন সন্ধ্যায় তার মুত্যু হয়।

এ বিষয়ে জানতে স্থানীয় ছাত্রলীগের একাধিক নেতাকে কল দেয়া হলে তারা রিসিভ করেননি।

আরও পড়ুন: বাবার সামনে দুই ছেলেকে কুপিয়ে হত্যা

ঘটনার সত্যতা নিশ্চিত করে পরশুরাম মডেল থানার উপপরিদর্শক মোতাহের হোসেন জানান, সাদ্দাম হোসেনের পরিবারের মৌখিক অভিযোগের ভিত্তিতে লাঙ্গলকোর্ট থানা পুলিশ তথ্য চেয়ে পরশুরাম থানায় বার্তা দেয়।

২৭ অক্টোবর মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like