Home পশ্চিমবঙ্গ ফের পশ্চিমবঙ্গ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন

ফের পশ্চিমবঙ্গ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন

by Shohag Ferdaus
অধীর রঞ্জন

দ্বিতীয়বারের মতো পশ্চিমবঙ্গ কংগ্রেসের সভাপতি হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। এখন তিনি লোকসভায় কংগ্রেসের দলনেতা। ৯ সেপ্টেম্বর বুধবার গভীর রাতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর নির্দেশে অধীর রঞ্জনকে পশ্চিমবঙ্গ সভাপতির দায়িত্ব দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেন এআইসিসি-র সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণু গোপাল।

প্রথমবার অধীর রঞ্জনকে যখন পশ্চিমবঙ্গ কংগ্রেসের দায়িত্ব দেয়া হয় তখন ২০১৪ সালের লোকসভা নির্বাচন নিকটবর্তী। কিন্তু দু’বছর আগে এই সেপ্টেম্বর মাসেই অধীর রঞ্জনকে তার পদ থেকে সরিয়ে হঠাৎ করেই সোমেন মিত্রকে প্রদেশ কংগ্রেস সভাপতি করেছিল এআইসিসি।

অধীর রঞ্জন বলেন, ‘আমি কংগ্রেসের সৈনিক। দলের শীর্ষ নেতৃত্বের আস্থা এবং কর্মীদের প্রত্যাশা, দু’টোই পূরণের জন্য চেষ্টার ত্রুটি করব না।’

বাংলার ভারপ্রাপ্ত এআইসিসি নেতা গৌরব গগৈয়ের মতে, ‘খুব গুরুত্বপূর্ণ ও সঙ্কটজনক সময়ে তিনি দায়িত্ব নিচ্ছেন। বাংলার কংগ্রেস কর্মীদের ভাবাবেগকে মর্যাদা দেয়ার জন্য সনিয়াজি’র প্রতি আমরা কৃতজ্ঞ।’

ভয়েস টিভি/এসএফ

You may also like