Home শিক্ষাঙ্গন অধ্যক্ষ শূন্য ১৪১ সরকারি কলেজ

অধ্যক্ষ শূন্য ১৪১ সরকারি কলেজ

by Shohag Ferdaus
সরকারি কলেজ

দেশের ৬৩২টি সরকারি কলেজের মধ্যে অধ্যক্ষ শূন্য ১৪১টি। শতকরা হিসাবে ২২ শতাংশের কিছু বেশি কলেজে অধ্যক্ষ নেই। শুধু অধ্যক্ষ নয়, ২৮টি কলেজে উপাধ্যক্ষ পদও শূন্য। আর সরকারি কলেজগুলোতে শিক্ষকের পদ খালি ২ হাজার ৮৭৮টি, যা মোট পদের ১৮ শতাংশ। বড় শহরের বড় কয়েকটি কলেজ ছাড়া বেশির ভাগ সরকারি কলেজেই শিক্ষক সংকট রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশে পুরোনো কলেজ ৩২৯টি। এর মধ্যে ৬৩টির অধ্যক্ষ পদ ফাঁকা। অন্যদিকে ২০১৮ সালে বেসরকারি থেকে সরকারি হওয়া ৩০৩টি কলেজের মধ্যে অন্তত ৭৮টিতে অধ্যক্ষ নেই।

অনেক বড় কলেজেও শীর্ষ পদটি খালি। এর মধ্যে বরিশালের সরকারি বি এম কলেজ, যশোরের সরকারি এম এম কলেজ, যশোর সরকারি সিটি কলেজ, ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, গৌরীপুর সরকারি কলেজ, পটুয়াখালী সরকারি কলেজ, শেরপুর সরকারি কলেজ, রাজশাহীর নিউ গভ. ডিগ্রি কলেজ, ঠাকুরগাঁও সরকারি কলেজ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ অন্যতম।

আরও পড়ুন: ২’শ বছর আলো ছড়াচ্ছে রংপুর জিলা স্কুল

মাউশির সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুন বলেন, মানসম্মত শিক্ষা চাইলে কলেজগুলোতে অবশ্যই শূন্য পদ পূরণের পাশাপাশি নতুন পদ সৃষ্টি করে শিক্ষক নিয়োগ দিতে হবে। অনেক অধ্যাপক আছেন, তাঁদের অধ্যক্ষ পদে দ্রুত পদায়ন করা সম্ভব।

আরও পড়ুন: ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু কলেজে লেখাপড়া করছে ৮ জেলার মানুষ

শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘একটি মন্ত্রণালয় যেমন মন্ত্রী ছাড়া চলতে পারে না, তেমনি অধ্যক্ষ ছাড়া একটি কলেজ ঠিকমতো চলতে পারে না। অধ্যক্ষ না থাকলে কার্যত একটি কলেজ মুখ থুবড়ে পড়ে। অধ্যক্ষ শূন্য থাকা কলেজগুলোতে জরুরি ভিত্তিতে অধ্যক্ষ নিয়োগ দিতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের উচিত শিক্ষার কাজগুলো কেবল প্রশাসনিক দৃষ্টিতে না দেখা।

আরও পড়ুন: ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি এডওয়ার্ড কলেজ

ভয়েস টিভি/এসএফ

You may also like