23
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে প্রতীকি অনশন কর্মসূচি পালন করেছে ফরিদপুর মহানগর বিএনপি।
২৪ মার্চ বৃহস্পতিবার সকালে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে এ অনশন কর্মসূচিটি পালন করা হয়।
অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক একে এম কিবরিয়া স্বপন।
অনুষ্ঠানের প্রধান অতিথি শাহ মোহাম্মদ আবু জাফর ও নায়াব ইউসুফ বেলা ২টায় অনশনকারীদের পানি পান করিয়ে কর্মসূচির সমাপ্ত করেন।
ভয়েসটিভি/আরকে