Home সারাদেশ পাবনায় অনির্দিষ্টকালের জন্যে পরিবহন ধর্মঘটের ঘোষণা

পাবনায় অনির্দিষ্টকালের জন্যে পরিবহন ধর্মঘটের ঘোষণা

by Newsroom
অনির্দিষ্টকালের

সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে যানবাহন চলাচলে বাধা দেয়ার প্রতিবাদে পাবনা-ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্যে যান চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিকরা।

২৪ ডিসেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে তারা এ বন্ধের ঘোষণা দেন। পাবনা জেলা মোটরমালিক গ্রুপের সভাপতি হাবিবুর রহমান হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের পরিবহন শ্রমিকরা দীর্ঘদিন ধরে পাবনার বাস চালকদের প্রায়ই বিনা কারণে মারধর করেন। পাবনার মালিক-শ্রমিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর প্রতিকার চেয়ে কোনো ফল পাননি।

এজন্য বাধ্য হয়ে শাহজাদপুরের ওপর দিয়ে চলাচলকারী বাস, কোচসহ পাবনা-ঢাকা রুটসহ কয়েকটি রুটে অনির্দিষ্টকালের জন্যে বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঢাকা থেকে পাবনাগামী শাহজাদপুর ট্রাভেলের যাত্রী মোতালেব হোসেন বলেন, ওই গাড়ীতে পাবনা আসছিলাম। রাত ৯টার দিকে শাহজাদপুরে আসার পর আমাদের নামিয়ে দেয়া হয়। কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্যে তারা কোন্যে ব্যবস্থা না করে দেয়ায় শীতের রাতে মহাবিপাকে পড়তে হয়।

পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে থাকা কয়েকজন যাত্রী বলেন, মাঝেমধ্যেই শাহজাদপুরের লোকজন পাবনার পরিবহন শ্রমিকদের মারধরসহ নির্যাতন করে। তারা নিজেদের মোড়ল ভাবেন তাদের উপর দিয়ে যাতায়াতের কারনে। এটার স্থায়ী সমাধান জরুরি উল্লেখ করেন তারা।

পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ সাংবাদিকদের জানান, সিরাজগঞ্জ এবং পাবনার মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরিবহণ ধর্মঘট নিরসনে প্রশাসন চেষ্টা করা হচ্ছে। আশা করছি খুব দ্রুতই শান্তিপূর্ণ সমাধান হবে।

আরও পড়ুন : অনির্দিষ্টকালের জন্যে বিমানের কলকাতা ফ্লাইট স্থগিত

ভয়েস টিভি/এমএইচ

You may also like