Home সারাদেশ ফেনীতে প্রবাসীর চিকিৎসায় ছয় লাখ টাকা অনুদান

ফেনীতে প্রবাসীর চিকিৎসায় ছয় লাখ টাকা অনুদান

by Newsroom
অনুদান

ফেনীর দাগনভূঞায় ক্যান্সার আক্রান্ত প্রবাসী সাইফুল ইসলাম বাপ্পীর চিকিৎসায় ৬ লাখ ১২ হাজার ৭৮৯ টাকা অনুদান দেয়া হয়েছে।

১৬ ডিসেম্বর বুধবার রাতে উপজেলার অফিসার্স ক্লাবে বাপ্পীর ভাই নজরুল ইসলামের হাতে অনুদানের নগদ অর্থ তুলে দেন উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন ও নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া। দাগনভূঞা রেমিটেন্স যোদ্ধা কল্যাণ পরিষদের পক্ষ থেকে এ অনুদান দেয়া হয়।

পরিষদের কেন্দ্রিয় যুগ্ম-আহ্বায়ক কাজী মিজানের সভাপতিত্বে ও নবীউল হক খানসাবের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, বিটিভির ফেনী প্রতিনিধি শওকত মাহমুদ, দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমাম হোসেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল করিম পলাশ, কাউন্সিলর জিয়াউল হক প্রমুখ।

আরও পড়ুন : সিগারেটের সঙ্গে গরম চা, যে বিপদ ডেকে আনছেন

ভয়েস টিভি/এমএইচ

You may also like