Home শিক্ষাঙ্গন করোনা গবেষণায় বিএসএমএমইউ’র ১৪ শিক্ষককে অনুদান

করোনা গবেষণায় বিএসএমএমইউ’র ১৪ শিক্ষককে অনুদান

by Shohag Ferdaus

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রান্ত গবেষণা প্রকল্পের আওতায় ভাইরাস নিয়ে গবেষণার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মোট ১৪ জন শিক্ষককে গবেষণা অনুদান প্রদান করা হয়েছে। ১৯ আগস্ট বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে আয়োজিত এক অনুষ্ঠানে এ অনুদান তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন। সঞ্চালনা করেন রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান।

এ সময় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, করোনাভাইরাসের চরিত্রগত বৈশিষ্ট্য, ভাইরাসটি মানুষের দেহে কতক্ষণ বেঁচে থাকে, কীভাবে ছড়ায়, কোন ধরণের সমতলে কতক্ষণ টিকে থাকে, ভাইরাসটি মানুষের দেহে কীভাবে পরিবর্তিত হয়, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা, ভাইরাসটির প্রতিষেধক আবিষ্কারসহ বিভিন্ন দিক নিয়ে বিস্তর গবেষণার সুযোগ রয়েছে। বাংলাদেশসহ বিশ্ববাসীকে ভাইরাসটির প্রাদুর্ভাব মুক্ত করতে এবং মানুষের জীবন বাঁচাতে করোনাভাইরাস নিয়ে গবেষণার বিকল্প নাই।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/এসএফ

You may also like