Home পশ্চিমবঙ্গ ‘রবীন্দ্রনাথের নাম নিলেই অন্তরে বিশেষ অনুভূতি সৃষ্টি হয়’

‘রবীন্দ্রনাথের নাম নিলেই অন্তরে বিশেষ অনুভূতি সৃষ্টি হয়’

by Shohag Ferdaus
মোদী

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রাজা রামমোহন রায়ের নাম নিলেই অন্তরে বিশেষ অনুভূতির সৃষ্টি হয় বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

২২ অক্টোবর বৃহস্পতিবার দিল্লি থেকে ভিডিও কনফারেন্সে কলকাতার দুর্গাপূজা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

উদ্বোধনের শুরুতেই সবাইকে চমকে দিয়ে মোদী বাংলায় শুরু করেন অভিনন্দন জানানো। কখনও রবীন্দ্রনাথের ভাষায় বাংলার বন্দনা। তো কখনও দুর্গাস্তব পাঠ করে তার অর্থ বিশ্লেষণ। মোদীর ভাষণে শুরু থেকে শেষ অবধি ছিল বাঙালিকে কাছে টানার আপ্রাণ চেষ্টা।

নরেন্দ্র মোদি এসময় বাঙালি সংস্কৃতির নানা দিক তুলে ধরে প্রশংসা করেন। তিনি বলেন,‘দিল্লি থাকলেও মনে হচ্ছে কলকাতায়ই আছি।’

বাংলার দুর্গাপূজা দেশের পরিচিতিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী।

নরেন্দ্র মোদী বলেন, ‘আত্মনির্ভর ভারতের সংকল্প পূরণ করতে হলে, সোনার বাংলার স্বপ্নপূরণ করতে হবে। এই বাংলা থেকেই আত্মনির্ভর কৃষক, আর আত্মনির্ভর ভূমির আওয়াজ উঠেছে। আত্মনির্ভর ভারতের সোপান বাংলা থেকেই হবে। এখানকার সমৃদ্ধি, সম্পূর্ণতকে আবার শীর্ষে পৌঁছাতে হবে। পূর্ব ভারতের উন্নয়নের জন্য পূর্বোদয় পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। আর এই পূর্বোদয়ের জন্য বাংলাকে সবার চেয়ে বেশি উন্নত হতে হবে। পূর্বোদয়ের কেন্দ্র হতে হবে এই বাংলাকে।’

ভয়েস টিভি/এসএফ

You may also like