ফেনীর সোনাগাজীতে প্রেমিকাকে বিয়ের প্রলোভনে ধর্ষণের পর অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন আরিফুল ইসলাম সাকিব নামের এক বখাটে। ১৯ অক্টোবর সোমবার এ ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে নিয়ে গেলে ২ রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহমদ।
মামলা সূত্রে পুলিশ জানায়, সোনাগাজী সদর ইউনিয়নের সুজাপুর এলাকার এক ছাত্রীর সঙ্গে প্রতিবেশী আরিফুল ইসলাম সাকিবের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে গত ২৮ আগস্ট ওই ছাত্রীর মায়ের অনুপস্থিতিতে তার বাড়িতে গিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে।
ধর্ষণের পর সাকিব প্রতিপক্ষকে ফাঁসাতে কয়েকজনের নাম উল্লেখ করে প্রেমিকাকে দিয়ে একটি ভিডিও চিত্র ধারণ করে। ওই ভিডিও চিত্র নিয়ে প্রতিপক্ষদের নামে থানায় মামলা করতে বলেন। কিন্তু কিশোরী অস্বীকৃতি জানালে ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। তাতেও ওই কিশোরী সম্মত না হলে ভিডিও চিত্রটি নিয়ে কয়েকজন গণমাধ্যম কর্মীর দ্বারস্থ হয় সাকিব।
আরও পড়ুন: বিয়ের প্রলোভনে ডিভোর্সী নারীকে ধর্ষণ, যুবক আটক
বিষয়টি জেনে পুলিশ ওই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসে। পরে এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। ওই মামলায় পুলিশ সাকিবকে গ্রেফতার করে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, সোমবার বিকালে নির্যাতিতা কিশোরীর জবানবন্দি গ্রহণ করে আদালত। একই সঙ্গে বখাটে সাকিবকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।
ভয়েস টিভি/এমএইচ