5
উচ্চারণ : আল্লাহুম্মাকছুর মা-লাহু ওয়া ওয়ালাদাহু, ওয়া বারিক লাহু ফিমা আ‘তাইতাহু।
অর্থ : হে আল্লাহ, আপনি তার সম্পদ ও সন্তান বৃদ্ধি করে দিন এবং আপনি তাকে যা দিয়েছেন তাতে বরকত দান করুন।
উপকার : আনাস (রা.) বলেন, রাসুল (সা.) আনাস (রা.)-এর জন্য এই দোয়া করেছেন। (বুখারি, হাদিস : ৬৩৮০)