Home শিক্ষাঙ্গন বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

by Shohag Ferdaus
অফিসার্স

বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ৩ এপ্রিল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনাতয়নে এ কমিটি ঘোষণা করা হয়। পরে কমিটির সদস্যরা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এর আগে মার্চে বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলাম এবং মহাসচিব হন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমান। গত মাসে গঠিত দুই সদস্যের এ কমটি গতকাল পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে।

কমিটিতে সিনিয়র সহ সভাপতি হয়েছেন মাভাবিপ্রবির মোস্তাফিজুর রহমান মজনু। এছাড়া সহসভাপতি পদে আরও সাত জন রয়েছেন। যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন বশেমুরবিপ্রবির নজরুল ইসলাম হিরাসহ আরও ৪ জন। নোবিপ্রবির সাখাওয়াত হোসেনসহ সাংগঠনিক সম্পাদক হয়েছেন ৮ জন।

কমিটিতে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কামাল হোসেন সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন ইসলামি আররি বিশ্ববিদ্যালয় অফিসার্স
অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম হোসেন খান, দফতর সম্পাদক পবিপ্রবির জসিম উদ্দিন বাদল প্রমুখ।

এছাড়াও সংগঠনটির উপদেষ্টা করা হয়েছে আরও সাত জনকে।

ভয়েস টিভি/এসএফ

You may also like