Home সারাদেশ অবৈধভাবে দেশে প্রবেশকালে সাতক্ষীরা সীমান্তে শিশুসহ চার বাংলাদেশি আটক

অবৈধভাবে দেশে প্রবেশকালে সাতক্ষীরা সীমান্তে শিশুসহ চার বাংলাদেশি আটক

by Amir Shohel

সাতক্ষীরা সদরের সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশকারে শিশুসহ চার বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। ২৮ এপ্রিল বুধবার মধ্যরাতে সদরের তলুইগাছা সীমান্তের মেইন পিলার ১২/৫ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাবুরা গ্রামের রহমান উজিয়া কাগুজির ছেলে আজগর আলী (৪৫), তার স্ত্রী রুবিয়া বিবি (৩৫), মেয়ে আফরোজা খাতুন (১৫) ও আশা খাতুন (৭)।

তলুইগাছা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুস সবুর জানান, অভিযান পরিচালনাকালে সীমান্তে মেইন পিলার ১২/৫ এস থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আব্দুর রহমানের বাগান থেকে একই পরিবারে চারজনকে আটক করা হয়। তারা অবৈধপথে ভারত থেকে দেশে আসছিলেন।

২৯ এপ্রিল বৃহস্পতিবার সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদ জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

ভয়েসটিভি/এএস

You may also like