Home সারাদেশ টাঙ্গাইলে অবৈধ স্থাপনা উচ্ছেদ

টাঙ্গাইলে অবৈধ স্থাপনা উচ্ছেদ

by Newsroom

টাঙ্গাইলের ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। ২১ অক্টোবর বুধবার জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে মহাসড়কের এলেঙ্গায় এ অভিযান চালানো হয়।

এলেঙ্গা হাইওয়ে (মধুপুর) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামাল হোসেন জানান, মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা প্রায় ৩০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় জনসাধারণ, যানবাহনের চালক, হেলপার ও মালিকদের সচেতনার লক্ষ্যে সড়ক পরিবহন আইনের লিফলেট বিতরণ করা হয়েছে।

এছাড়াও মহাসড়কে চলাচল নিষিদ্ধ তিন চাকার অযান্ত্রিক যানবাহন ভটভটি, নচিমন, করিমন, ইজিবাইক ও রিক্সা মহাসড়কে না চালানোর জন্য অনুরোধ করা হয়েছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like