Home সারাদেশ নোয়াখালীতে অবৈধ হাসপাতাল পরিচালনা করায় তিনজন কারাগারে

নোয়াখালীতে অবৈধ হাসপাতাল পরিচালনা করায় তিনজন কারাগারে

by Newsroom
অবৈধ-হাসপাতাল

নোয়াখালীর মাইজদীতে অবৈধ হাসপাতাল পরিচালনা করায় তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাাম্যমাণ আদালত। ৩০ নভেম্বর সোমবার দুপুরে জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার ও র‌্যাব-১১ যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে বেসরকারি ইসলামী হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ঔষুধ, হাসপাতালের অনলাইন রেজিস্ট্রেশন ও ড্রাগ লাইসেন্স না থাকা, ১০ শয্যা হাসপাতালের জন্যে জনবল না থাকা ও অব্যবস্থাপনাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।

পরে ভ্রাম্যমাণ আদালত মালিকপক্ষের একরামুল মোমেনিনকে দুই মাস ও শাব্বির আহমেদকে আড়াই মাসের কারাদণ্ড দেন। একই সঙ্গে হাসপাতাল বন্ধের নির্দেশনা দেয় আদালত।

এছাড়া হাসপাতালের ফার্মেসির ড্রাগ লাইসেন্স না থাকায় পুলক নন্দী নামে একজনকে আটক করে এক মাসের কারাদণ্ড অনাদায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার জানান, হাসপাতাল ও হাসপাতালের ফার্মেসির লাইসেন্স না থাকায় তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও হাসপাতাল বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। যদি হাসপাতালটি তাদের কার্যক্রম বন্ধ না করে তাহলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন : ৩০ মিনিটে ৯ দিনের অক্সিজেন বিল!

ভয়েস টিভি/এমএইচ

You may also like