Home শিক্ষাঙ্গন ডুজার নতুন কমিটিকে ইবি প্রেসক্লাবের অভিনন্দন

ডুজার নতুন কমিটিকে ইবি প্রেসক্লাবের অভিনন্দন

by Shohag Ferdaus
ইবি

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) নবগঠিত কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেসক্লাব।

১২ অক্টোবর সোমবার ইবি প্রেসক্লাবের সভাপতি ফেরদাউসুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক শাহাদাত তিমির এক যৌথ বিবৃতিতে এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে নতুন কমিটির সদস্যদের সাফল্য কামনা করা হয়। একই সঙ্গে দুই সাংবাদিক সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এছাড়া নতুন নেতৃত্বকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও স্বচ্ছ সাংবাদিকতার ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান ইবি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

ডুজার নবগঠিত কমিটিতে ‘দৈনিক কালের কণ্ঠ’ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহেদী হাসানকে সভাপতি এবং ‘বাংলা নিউজ ২৪. কম’ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. সাজ্জাদুল কবিরকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি- আশিক আব্দুল্লাহ অপু (দ্যা ডেইলি স্টার), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল যুবায়ের (দৈনিক সংবাদ), দফতর সম্পাদক ইসমাইল সোহেল (দৈনিক নয়া দিগন্ত), অর্থ সম্পাদক আবু সাঈদ ইসিয়াম (দৈনিক আজকালের খবর), কার্যকরী সদস্য মাজহারুল ইসলাম রবিন (দৈনিক সমকাল)।

ভয়েস টিভি/এসএফ

You may also like