Home বিনোদন একাধিক প্রেম, তবু তিন দশকের জীবনসঙ্গী অভিনয়

একাধিক প্রেম, তবু তিন দশকের জীবনসঙ্গী অভিনয়

by Shohag Ferdaus
অভিনয়

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর ছবিতে অভিনয় করে চলেছেন তিন দশকেরও বেশি সময় ধরে। মূল ধারার ছবি ও সমান্তরাল ছবি দুইয়ে দক্ষ এই অভিনেত্রী ‘এজলেস বিউটি’। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়েও ছুঁৎমার্গ ছিল না কখনোই। জ্যাকি শ্রফ থেকে হালের ঈশান খট্টরের সঙ্গেও ঘনিষ্ঠ দৃশ্য়ে অভিনয় করতে দেখা গেছে তাকে।

তিনি তাবাসসুম ফতিমা হাসমি ওরফে তব্বু। ইন্ডাস্ট্রিতে প্রথম পা রেখেছিলেন শিশু শিল্পী হিসেবে। ছবির নাম ‘হাম নওজওয়ান’। প্রথম ছবিতে ছিলেন দেব আনন্দও। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি এই ‘গ্রেসফুল লেডি’-কে। হায়দরাবাদে অভিজাত মুসলিম পরিবারে জন্ম তার। বাবা-মায়ের বিচ্ছেদ দেখেছেন অল্প বয়সেই। প্রথমে তিনি বিমান সেবিকা হতে চেয়েছিলেন। ভালো উচ্চতার জন্য সুযোগও পেয়েছিলেন।

তব্বুর বাবা-মায়ের শর্ত ছিল, একটা ছবিতে অভিনয় করার পরে পড়াশোনা শেষ করতে হবে। মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স থেকে পড়াশোনাও করেছেন তব্বু। তব্বু এবং দিদি ফরহা নাজ দু’জনেই প্রথম প্রজন্মের অভিনেতা। মা ছিলেন শিক্ষিকা। তাই স্ট্রাগলও করেছেন অনেক বেশি, এমনই জানিয়েছেন তব্বু একাধিক সাক্ষাৎকারে। অভিনেত্রী শাবানা আজমির সঙ্গে যদিও তার আত্মীয়তার একটা সূত্র ছিল।

আরও পড়ুন: অভিনয় ছেড়ে ‘ইসলামের পথে’ এই বলিউড অভিনেত্রী

কখনও বার ডান্সার, কখনও পুলিশ, কখনও যত্নশীল মা, কখনও রাগী প্রেমিকা আবার কখনও ব্যক্তিত্বশালী মহিলা কিংবা খুনিও! সব চরিত্রেই তব্বু অনন্য। ‘চাঁদনি বার’, ‘অস্তিত্ব’, ‘মাচিস’-এর মতো ছবিই শুধু নয়। একই সঙ্গে তাঁর ঝুলিতে রয়েছে ‘হেরাফেরি’, ‘বিবি নম্বর ওয়ান’-এর মতো কমেডি ছবিও।

মালয়ালম, তেলুগু, মরাঠি, বাংলা, ইংরেজি প্রতিটি ভাষার ছবিতেই অভিনয় করেছেন তব্বু। পেয়েছেন একাধিক পুরস্কার। স্প্যানিশ, ফরাসি, তামিল, মালয়ালম জানেন এই ভাষাগুলিও। এ হেন তব্বু নাকি প্রেমে পড়েছিলেন ইন্ডাস্ট্রির এমন এক নায়কের যিনি সে অর্থে কখনও প্রতিষ্ঠা পাননি।

‘প্রেম’ ছবির সময়ে সঞ্জয় কপুর-তব্বুর প্রণয় নাকি সত্যি দানা বেঁধেছিল, ইন্ডাস্ট্রিতে এই গুঞ্জন বহু দিন ধরেই শোনা যায়। শুটিংয়ের সেটে তাঁরা একান্তে অনেকটা সময় কাটাতেন। দু’জনকে দেখা যেত নানা জায়গায়। তবে এক প্রযোজকের সঙ্গে নাকি তিনি সম্পর্কে জড়িয়ে পড়ায় সে প্রেম ভেঙে যায়।

তব্বুর সঙ্গে নাকি প্রযোজক সাজিদ নাদিদওয়ালার প্রণয়ের সম্পর্ক তৈরি হয়েছিল। ফলে সঞ্জয় কপূরের সঙ্গে তার দূরত্ব বেড়ে যায়। সঞ্জয় ও তব্বুর সম্পর্কের সমস্যার জন্যই নাকি ‘প্রেম’ ছবিটি শেষ হতে সময় লাগে ৬ বছর! কারণ প্রেম ভেঙে যাওয়ার পরে তাঁরা কাজ করতে চাননি।

আরও পড়ুন: কৈশোরে ব্যর্থ বিয়ে, ‘ছেলেমানুষি’ বলছেন এই অভিনেত্রী

তব্বুর সঙ্গে সাজিদের সম্পর্কও টেকেনি। সাজিদের সঙ্গে দিব্যা ভারতীর বিয়ের ১০ মাসের মাথায় দিব্যার মৃত্যু হয়। তব্বুর সঙ্গে সম্পর্কের পর শোক ভুলতে চেয়েছিলেন সাজিদ। কিন্তু বিয়ে করেন অন্য এক সাংবাদিককে। দক্ষিণী ছবির সুপারস্টারের সঙ্গেই সবথেকে বেশি সময় সম্পর্কে ছিলেন তব্বু। তব্বুর সঙ্গে ডেট করার সময়ই নাগার্জুন বিবাহিত ছিলেন। তব্বু সেটা জানতেন। গোপনে এগিয়েছিল সম্পর্ক।

১০ বছরের সম্পর্কের পর তব্বু নাকি বুঝতে পেরেছিলেন তাকে দেয়া কথা সুপারস্টার নাগার্জুন রাখবেন না। নিজেই সম্পর্ক ভেঙে বেরিয়ে আসেন তিনি। সবার থেকে আঘাত পেলেও পাশে ছিলেন ছোটবেলার এক বন্ধু, যিনি ইন্ডাস্ট্রির অন্যতম এক নায়কও বটে।

তব্বু ও অজয় দেবগণ দীর্ঘ ২৮ বছরের বন্ধু। ছোটবেলায় তব্বুর তুতো ভাই সমীর আর্যর প্রতিবেশী ছিলেন অজয়। সে সময় থেকেই তব্বুর সঙ্গেও আলাপ তার। তব্বু জানিয়েছেন, অজয়ের জন্যই নাকি তিনি সিঙ্গেল! তব্বু মজা করে বলেছিলেন, ‘অজয় যা করেছে তার জন্য নিশ্চয়ই এখন অনুতাপ করে।’

আরও পড়ুন: শ্বশুরবাড়িতে নির্যাতিতও হন বলিউডের এই নায়িকা

তব্বু বলেন, কোনো আঘাতেই কখনও ভেঙে পড়েননি তিনি। আসলে, সব সময় পাশে ছিলেন তার দুই বন্ধু সালমান খান এবং অজয় দেবগণ। সব সময় এই দুই বন্ধুর সঙ্গে তার যোগাযোগ রয়েছে। বিশ্বাস আর ভালবাসা রয়েছে তাদের এই বন্ধুত্বে। বন্ধুত্বের সম্পর্কের কোনো শর্ত হয় না যে।

অজয়ের সঙ্গে ‘হকিকত‘, ‘তক্ষক’, ‘দৃশ্যম’-সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তব্বু। অন্য দিকে, ‘বিবি নাম্বার ওয়ান’, ‘হাম সাথ সাথ হ্যায়’-সহ বেশ কিছু সুপারহিট ছবি করেছেন সলমন খানের সঙ্গেও।

সম্প্রতি ‘অন্ধাধুন’-এ তব্বুর অভিনয় দেখে দর্শকরা মোহিত। বলিউডে নবাগত ঈশান খট্টরের সঙ্গে চুম্বন দৃশ্যেও সমান সাবলীল অভিনেত্রী। সবমিলিয়ে নিজের শর্তে নিজের মতো করে বাঁচছেন তিনি। অভিনয়কেই করেছেন জীবনসঙ্গী।

আরও পড়ুন: ‘তোমার দেহের প্রতিটা ইঞ্চি ভোগ করব’

ভয়েস টিভি/এসএফ

You may also like