Home প্রবাসী অভিবাসীদের নিয়মিতকরণের দাবিতে ফ্রান্সে আবারো বিক্ষোভ

অভিবাসীদের নিয়মিতকরণের দাবিতে ফ্রান্সে আবারো বিক্ষোভ

by Newsroom

আব্দুল মালেক হিমু : ফ্রান্সে অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণের দাবিতে ফের বিক্ষোভ করেছে কয়েক হাজার অভিবাসীরা। তাদের সাথে একাত্মতা ঘোষণা করে বিক্ষোভে যোগ দিয়েছে ফরাসী মানবাধিকার সংগঠনসহ দু’শোর অধিক বিভিন্ন সামাজিক সংগঠন ।

শনিবার রাজধানী প্যারিসের নেশন চত্ত্বর থেকে পদযাত্রা করে স্ট্যালিং গ্রাডে এসে তারা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করে । তবে পুলিশ বেশ তৎপর থাকায় কোন ধরনের সংঘর্ষ বাধে নি। এই বিক্ষোভে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী ও বাংলাদেশী বিভিন্ন সংগঠন অংশ নেয় । একইদিন ফ্রান্সের অন্যান্য বড় বড় শহরও বিক্ষোভ করেছে অনিয়মিত অভিবাসীরা ।

উল্লেখ্য : করোনা ভাইরাসের এই আপদকালীন সময়ে ফ্রান্সে বসবাসকারী অনিয়মিত অভিবাসীদেরকে বৈধতা দেয়ার দাবিতে ফরাসী পার্লামেন্টে কয়েকজন এমপি এবং দেশটির বিশিষ্ট ব্যক্তিরা করোনা সংকট বিবেচনায় সরকারের কাছে অনিয়মিত অভিবাসীদের বৈধতা দেয়ার দাবি জানিয়েছিলেন।

You may also like