Home রাজনীতি কেন্দ্র দখলের অভিযোগ বিএনপি প্রার্থীর

কেন্দ্র দখলের অভিযোগ বিএনপি প্রার্থীর

by Newsroom

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের কর্মীরা কেন্দ্র দখল করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।

১৭ অক্টোবর শনিবার যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন। ভোটের শুরুতেই ৯৫ ভাগ কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়া হয় বলে জানান তিনি।

তিনি বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে আজ পর্যন্ত কোনো নির্বাচন করতে পারেনি। তাই আজকের নির্বাচনও সুষ্ঠু হবে না বলেই আমি মনে করি। বেশির ভাগ কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দিয়েছে। এ জন্য ৯০-৯৫ ভাগ কেন্দ্রে আমাদের এজেন্ট নেই।

বিএনপি প্রার্থী বলেন, এটি একটি ভোটারবিহীন নির্বাচন। তারা যেভাবে ত্রাস সৃষ্টি করেছেন, এতে করে জনগণ তাদের ভোট দেবে না। তবুও আমি শেষ পর্যন্ত দেখবো এবং শেষ পর্যন্ত থাকবো।

বিএনপি প্রার্থীর মিডিয়া সেল থেকে জানানো হয়, সকাল ৮.১০ মিনিটে ৫০নং ওয়ার্ডের ৯ নম্বর কেন্দ্র যাত্রাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় বিএনপির এজেন্টরা গেলে তাদের স্কুল প্রাঙ্গণ থেকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়।

এছাড়াও ৬৮ নম্বর ওয়ার্ডের হাজী আদর্শ মোয়াজ্জেম আলী হাই স্কুল, সানারপাড় রুস্তম আলী হাইস্কুল ও ফুলকলি প্রাথমিক বিদ্যালয় এবং ৬৬ নম্বর ওয়ার্ডের ভ্যামুইল আইডিয়াল স্কুল, সারুলিয়া ডগাইর দারুস সুন্নত ফাজিল মাদ্রাসা, ১৪৮ ও ১৪৯ কেন্দ্র, ৭০ নম্বর ওয়ার্ডের আমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দেল্লা থেকে বিএনপির সব পোলিং এজেন্টদের পুলিশের সামনেই আওয়ামী লীগের কর্মীরা বের করে দিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির এই প্রার্থী।

অন্যদিকে ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনু তার ওয়ার্ডের সব কেন্দ্র আওয়ামী লীগের কর্মীরা দখল নিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

এর আগে সকাল ৯টায় এ আসনে শুরু হয় ভোটগ্রহণ। চলবে টানা বিকেল ৫টা পর্যন্ত।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ১৪টি ওয়ার্ড এবং ডেমরা, যাত্রাবাড়ী এবং কদমতলী থানার কিছু অংশ নিয়ে এই আসন বিস্তৃত। এসব এলাকার ১৮৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে মারা যাওয়ায় ঢাকা-৫ আসনটি শূন্য হয়। আসনটির উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় প্রার্থী।

ভয়েস টিভি/এমএইচ

You may also like