ভারতের গুজরাটে ভ্যাকসিন নেয়ায় এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবারের দাবি ভ্যাকসিন নেয়ার ২ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়।
প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ৩০ বছর বয়সী ওই কর্মীর। কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদেহ ইতোমধ্যেই ময়না তদন্তের জন্যে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, জিগনেশ সোলাঙ্কি নামের ওই পরিচ্ছন্নতা কর্মী ভদোদরার পৌরসভায় কাজ করতেন। ৩১ জানুয়ারি রোববার সকালে তাকে ভ্যাকসিন দেয়া হয়। এরপর তিনি বাড়ি ফিরে যান। কিন্তু ঘণ্টা দুয়েকের মধ্যেই জ্ঞান হারিয়ে অচেতন হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার আকস্মিকতায় শোকে মুহ্যমান সোলাঙ্কির স্ত্রী দিব্যা বলেন, আমি জানতামই না উনি ভ্যাকসিন নিতে যাচ্ছেন। এই নিয়ে আমাদের কোনো কথাই হয়নি। পরে তিনি বাড়িতে ফিরে মেয়ের সঙ্গে খেলতে খেলতেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। আমাদের ধারণা, ভ্যাকসিন নেয়ার জন্যই এভাবে হঠাৎ মৃত্যু হল তার।
এমন দাবি অবশ্য অস্বীকার করছেন হাসপাতাল সুপার রঞ্জন আইয়ার। তার দাবি, দেড় বছর আগেই সোলাঙ্কির বুকে ব্যথা হয়েছিল। সেই সময় হাসপাতালেও ভর্তি হতে হয় তাকে। ভ্যাকসিন নেয়ার আগে নিজের এই শারীরিক অবস্থার কথা জানানো উচিত ছিল সোলাঙ্কির। কিন্তু তিনি তা জানান নি। সুপারের মতে, সম্ভবত হার্ট অ্যাটাকের ফলেই মৃত্যু হয়েছে তার।
দেশে টিকাকরণ শুরুর পর থেকেই বেশ কয়েক জনের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। যদিও এখনও পর্যন্ত কোনো ক্ষেত্রেই ভ্যাকসিনকে মৃত্যুর কারণ হিসেবে মেনে নেয়নি প্রশাসন। কিন্তু এই ধরনের মৃত্যুর ঘটনায় আতঙ্ক বাড়ছে।
বেঙ্গালুরুতে বহু স্বাস্থ্যকর্মীকে দেখা গেছে, যারা ভ্যাকসিন না নিয়েও তা নেয়ার ভুয়া দাবি করেছেন বলে অভিযোগ।
এর আগে ভারতে করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। দেশটির তেলেঙ্গানার রাজ্যের এক নারী স্বাস্থ্যকর্মীও টিকা নেয়ার পরে মারা যান। শুধু তেলেঙ্গানাতেই টিকা নেয়ার পরে মারা গেছেন তিনজন। সব মিলিয়ে ভ্যাকসিন নিয়ে দেশটিতে এ পর্যন্ত ১২ জন মারা গেছে।
ভয়েস টিভি/এমএইচ