Home বিশ্ব ‘জালিয়াতির’ অভিযোগ ট্রাম্পের, ‘শান্ত’ থাকার আহ্বান বাইডেনের

‘জালিয়াতির’ অভিযোগ ট্রাম্পের, ‘শান্ত’ থাকার আহ্বান বাইডেনের

by Shohag Ferdaus
ট্রাম্প

গত ৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে এখনো চূড়ান্ত ফলাফল পাওয়া যায়নি। যতই সময় গড়াচ্ছে ততই জটিল হচ্ছে পরিস্থিতি। দেশটিতে নির্বাচন পরবর্তী সহিংসতাও হয়েছে অনেক। গ্রেফতার হয়েছেন শতাধিক।

উদ্ভূত এ পরিস্থিতিতে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন তার সমর্থকদের ধৈর্য ধরে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ‘ভোট জালিয়াতির’ অভিযোগ করেছেন। তিনি ভোট গণনা বন্ধেরও আহ্বান জানিয়েছেন।

নিজের চূড়ান্ত বিজয় ধরে নিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী। বাইডেন বলেন, ‘নির্বাচনে আমরা যে অবস্থানে আছি, এতে আমাদের খুব ভালো লাগছে।’

তিনি বলেন, ‘আমি সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। সবাই শান্ত থাকুন। পুরো প্রক্রিয়া এখনো শেষ হয়নি। ভোট গোনাগুনি এখনো শেষ হয়নি। এবং আমরা জানি এটি শিগগিরই শেষ হবে।’

বাইডেন বলেন, ‘আমেরিকাতে প্রতিটা ভোটই শুদ্ধ। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয় ভোটারদের ইচ্ছায়, অন্য কারো ইচ্ছায় নয়। সুতরাং প্রতিটা ভোটই গণনা করতে হবে। এবং সেটিই হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি।’

এদিকে ট্রাম্প বলেন, ‘যদি বৈধ ভোট গণনা হয়। তাহলে সহজে আমি জিতে যাই। যদি অবৈধ ভোট গোনা হয় তাহলে তারা নির্বাচন চুরি করার চেষ্টা করছে।’

দেরি আসা ভোট গোনা নিয়ে ‘দুর্নীতি’ হয়েছে বলে অভিযোগ তার। তার ভাষ্য, ‘এতে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।‘

ট্রাম্প বলেন, ‘মানুষ জানে কী ঘটছে। জোরেশোরে তদন্ত চলছে। ভোট চুরির চেষ্টা চলছে। এটি আমরা হতে দিতে পারি না’।

আরও পড়ুন: নিউইয়র্কের ভোটকেন্দ্র থেকে করোনা ছড়ানোর অভিযোগ

ভয়েস টিভি/এসএফ

You may also like