Home সারাদেশ ‘পুলিশের অমানবিক হওয়ার সুযোগ নেই’

‘পুলিশের অমানবিক হওয়ার সুযোগ নেই’

by Shohag Ferdaus
অমানবিক

‘পুলিশের অমানবিক ও অসহনীয় হওয়ার সুযোগ নেই। আমাদের মোরাল করাপশন থেকেও বেরিয়ে আসতে হবে। অন্যের সাংবিধানিক অধিকার রক্ষা করা এবং আমার সাংবিধানিক দায়িত্ব পালন করা থেকে সরে আসতে পারব না। আমরা মানুষের জন্য কাজ করতে চাই।’

৭ অক্টোবর বুধবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নব নিযুক্ত কমিশনার খন্দকার লুৎফুল কবির এসব কথা বলেন।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশ সেবা দিতে সবসময় প্রস্তুত। তাই সকলের সমন্বয়ে সঠিক সেবা নিশ্চিত করতে সাংবাদিকদের সহায়তা কামনা করেন কমিশনার।

সভায় জিএমপি’র অতিরিক্ত কমিশনার মো. আজাদ মিয়া, সাংবাদিক মুকুল কুমার মল্লিক, আবুল হোসেন, মীর মোহাম্মদ ফারুক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জেলায় কর্মরত সাংবাদিক ছাড়াও মহানগর পুলিশের উপ-কমিশনার কেএম আরিফুল হক, শরীফুর রহমান, উপ-কমিনার (মিডিয়া) মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

খন্দকার লুৎফুল কবির গত ২৭ সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটনে পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like