এবারের বইমেলায় প্রকাশিত হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিফাত শুভ্র’র প্রথম কাব্যগ্রন্থ ‘অমীমাংসিত সময়ের আহ্বান’।
পাণ্ডুলিপি প্রতিযোগিতায় কবিতা বিভাগে নির্বাচিত বইটি প্রকাশ করছে অক্ষরবৃত্ত প্রকাশন। বইটির প্রচ্ছদ করেছেন আল নোমান।
প্রকাশিতব্য বই সম্পর্কে সিফাত শুভ্র বলেন ‘অমীমাংসিত সময়ের আহ্বান’ আমার প্রথম কবিতার বই। কবিতার প্রতি গভীর ভালোবাসা অনুভব করি ছোট থেকেই। এরপর সুখ দুঃখ, আবেগ অনুভূতি এবং যাপিত জীবনজুড়ে একটা বিশেষ জায়গা দখল করে আছে কবিতা।
তিনি আরও বলেন, এর কবিতায় সাবলীল ভাষায় খুঁজে পাওয়া যাবে সম্পর্ক, সম্পর্কে লেপটে থাকা প্রাণের আকুতি-মিনতি ও জীবনবোধের এক অপূর্ব সমন্বয়। কবিতা সুন্দর সমাজ বিনির্মানে একটা দারুণ সমীরণ বয়ে দিতে পারে বলে বিশ্বাস করি।
সিফাত শুভ্র নোবিপ্রবির অর্থনীতি বিভাগে ৩য় বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে রয়েছে তার সরব উপস্থিতি।
ভয়েস টিভি/এসএফ