Home বিশ্ব অর্থনীতিতে নোবেল সম্মাননা পেলেন তিনজন

অর্থনীতিতে নোবেল সম্মাননা পেলেন তিনজন

by Mesbah Mukul

ডেভিড কার্ড, জোশুয়া ডি অ্যাঙ্গরিস্ট এবং গুইডো ডব্লিউ ইমবেনস, অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন এই তিন অর্থনীতিবিদ। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস সোমবার বাংলাদেশ সময় বেলা ৩টা ৫৫মিনিটের দিকে ২০২১ সালের অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করেছে।

সূত্র বলছে, অর্থনীতিতে এ বছর ভেরিজ রিক্সব্যাংক পুরস্কারের অর্ধেক পাবেন ডেভিড কার্ড এবং বাকি অর্ধেক যৌথভাবে পাবেন জোশুয়া ডি অ্যাঙ্গরিস্ট এবং গুইডো ডব্লিউ ইমবেনস। আলফ্রেড নোবেলের স্মৃতি রক্ষার্থেই এ পুরস্কার দেয়া হচ্ছে তাদের।

আরও পড়ুন : অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে নৌ পুলিশ : আইজিপি

ন্যূনতম মজুরি বৃদ্ধি কর্মের ওপর কী ধরনের প্রভাব ফেলে সে বিষয়ে প্রাকৃতিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে অনুসন্ধান চালিয়েছেন তিনি। প্রাকৃতিক পরীক্ষা-নিরীক্ষার ব্যবহারের মাধ্যমে অর্থনীতিবিদ ডেভিড কার্ড শ্রমবাজারে ন্যূনতম মজুরি, অভিবাসন এবং শিক্ষার প্রভাব বিশ্লেষণ করে অর্থনীতির এই নোবেল পেয়েছেন।

এর আগে, গত বছর নিলাম তত্ত্বের উন্নতি এবং নতুন নিলাম বিন্যাস উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে অর্থনীতিতে যৌথভাবে নোবেল পান দুই মার্কিন অর্থনীতিবিদ পল আর. মিলগ্রোম ও রবার্ট বি. উইলসন।

বিস্তারিত আসছে…

ভয়েস টিভি/এমএম

You may also like