Home বিশ্ব এ বছর অর্থনীতিতে নোবেল পেলেন দুজন

এ বছর অর্থনীতিতে নোবেল পেলেন দুজন

by Newsroom

এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতেছেন আমেরিকার দুজন অর্থনীতিবিদ। ১২ অক্টোবর সোমবার বিকেলে রাজধানী স্টকহোম থেকে বিজয়ীদের নাম ঘোষণা করেন রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের মহাসচিব গোরান হ্যানসন।

এবারের নোবেল বিজয়ীরা হলেন  যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পল আর মিলগ্রোম এবং অধ্যাপক রবার্ট বি উইলসন।

৮৩ বছর বয়স্ক রবার্ট উইলসনের জন্ম ১৯৩৭ সালে এবং ৭২ বছর বয়স্ক পল মিলগ্রমের জন্ম ১৯৪৮ সালে।

আর্থিক সম্পদের বাজারমূল্য নির্ধারণের ক্ষেত্রে নিলাম তত্ত্বের (অকশন থিওরি) উন্নতি এবং নতুন নিলাম পদ্ধতি আবিষ্কারের জন্যে তারা যৌথভাবে এই পুরস্কার পেয়েছেন।

নোবেল কমিটি জানিয়েছে, নিলাম কীভাবে কাজ করে এবং দর দাতারা কেন একটি নির্দিষ্ট উপায়ে আচরণ করেন। এই দুই অর্থনীতিবিদ তাই সুনির্দিষ্টভাবে শুধু ব্যাখ্যাই করেননি, তারা পণ্য-সেবা বিক্রির জন্য সম্পূর্ণ নতুন নিলাম পদ্ধতিও আবিষ্কার করেন।

এর মধ্য দিয়ে এবারের আসরের নাম ঘোষণা প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সবাইকে পুরস্কার প্রদান করা হবে।

২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পান ভারতীয় বংশোদ্ভূত বাঙালি অভিজিৎ ব্যানার্জি, তার স্ত্রী ফরাসি বংশোদ্ভূত এস্থার ডাফলো এবং মার্কিন অর্থনীতিবিদ মাইকেল ক্রেমার। সর্বকনিষ্ঠ অর্থনীতিবিদ হিসেবে অর্থনীতিতে নোবেল জয়ের কৃতিত্ব দেখান ডাফলো।

ডিনামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেলের রেখে যাওয়া অর্থ দিয়েই ১৯০১ সাল থেকে মর্যাদাপূর্ণ এ নোবেল পুরস্কারের প্রচলন করা হয়। চলতি বছর থেকে নোবেল পুরস্কারের অর্থমূল্য এক কোটি সুইডিশ ক্রোনার।

১৯০১ সালে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কারে গোড়াপত্তন ঘটলেও এ তালিকায় অর্থনীতি যুক্ত হয় ১৯৬৮ সালে। অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু হয় ১৯৬৯ সালে।

সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক এ পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করে। এ কারণে এর মূল নাম ‘দ্য সেভেরিজেস রিক্সব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমোরি অব আলফ্রেড নোবেল’।

এর আগে গত ০৫ অক্টোবর সোমবার চিকিৎসা বিজ্ঞান, ০৬ অক্টোবর মঙ্গলবার পদার্থবিজ্ঞান, ০৭ অক্টোবর বুধবার রসায়ন বিজ্ঞান, ০৮ অক্টোবর বৃহস্পতিবার সাহিত্য এবং ০৯ অক্টোবর শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়।

চলতি বছরের জুলাইয়ের শেষের দিকে নোবেল ফাউন্ডেশন জানিয়েছিল, করোনা ভাইরাসের কারণে এবার ডিসেম্বরে নোবেল পুরস্কার দেওয়ার রাজকীয় অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে নোবেলজয়ীরা তাদের নিজ নিজ দেশে বসেই ওয়েবিনারে অংশগ্রহণের মাধ্যমে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।

ভয়েস টিভি/এমএইচ

You may also like