Home সারাদেশ ডোবা থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

ডোবা থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

by Shohag Ferdaus
মরদেহ উদ্ধার

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার মির্জাপুরের কেশা গ্রাম থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ১ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ডোবা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তবে নিহতের পরিচয় জানতে পারেনি পুলিশ।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, স্থানীয় এক যুবক মির্জাপুর কেশা গ্রামের একটি ডোবায় ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। আনুমানিক ৪৫-৫০ বছর বয়সী এই ব্যক্তির সঠিক পরিচয় এখনো জানা যায়নি।

তিনি আরও বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে শরীর অনেকটা পচে গলে গেছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like