Home খেলার খবর দেড়শ না পেরোতেই অলআউট বাংলাদেশ

দেড়শ না পেরোতেই অলআউট বাংলাদেশ

by Imtiaz Ahmed

দিনটা নিজের করে নিলেন ট্রেন্ট বোল্ট। তিনশ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শের পর পেলেন নবমবারের মতো এক ইনিংসে তুলে নিলেন পাঁচ উইকেট।

আর বোল্ট তাণ্ডবে পুড়ে মাত্র ১২৬ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। ফলো অন এড়াতে না পারায় তৃতীয় দিনে বাংলাদেশকেই ফের ব্যাটিংয়ে পাঠাবে কিনা নিউজিল্যান্ড- তা এখনো নিশ্চিত নয়।

টাইগারদের হয়ে সর্বোচ্চ ৫৫ করেছেন ইয়াসির। দ্বিতীয় সর্বোচ্চ নুরুল হাসান সোহানের ৪১। এছাড়া উল্লেখযোগ্য রান নেই কোন ব্যাটারের ব্যাটে।

বোল্টের পাঁচ উইকেট বাদে তিন উইকেট নিয়েছেন টিম সাউদি। অন্য দুটি উইকেট কাইল জেমিসনের নামের পাশে। এখনো কিউইদের চেয়ে ৩৯৫ রানে পিছিয়ে সফরকারীরা।

স্রোতের বিপরীতে দাঁড়িয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নিয়েছিলেন ইয়াসির আলী রাব্বি। তবে আঙুলের চোট নিয়ে ধুঁকতে থাকা ইনিংসটা বেশি দীর্ঘ হতে পারেনি। ৯৫ বলে ৫৫ করে ক্যাচ আউট হয়েছেন কাইল জেমিসনের বলে। বাংলাদেশ হারাল নবম উইকেট।

নিউজিল্যান্ডের হয়ে তৃতীয় পেসার ও সব মিলিয়ে চতুর্থ বোলার হিসেবে টেস্টে তিনশ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন ট্রেন্ট বোল্ট।

লাল বলের ক্রিকেটে নিজের তিনশতম উইকেট বানালেন মেহেদি মিরাজকে। ৩৩ বলে ৫ রান করা মিরাজ ফিরেছেন বোল্ড আউট হয়ে।

রিচার্ড হ্যাডলি (৪৩১), ড্যানিয়েল ভেট্টরি (৩৬১) ও টিম সাউদির (৩২৮) পরেই এখন অবস্থান বোল্টের। এই মাইলফলক স্পর্শ করতে তার দরকার পড়ল ৭৪ টেস্ট আর ১৪১ ইনিংসের।

ক্রাইস্টচার্চ টেস্ট শুরুর আগে তার উইকেটসংখ্যা ছিল ২৯৬টি, টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশি ব্যাটিং লাইনআপ ধ্বসিয়ে দিয়ে সেই কোটা বেশ ভালোভাবেই পূর্ণ করলেন তিনি।

দলের বিপর্যয়ে নুরুল হাসান সোহানের ৬২ বলে ৪১ রানের ইনিংসটা আশার আলো দেখাচ্ছিল। তবে আম্পায়ারের দিদ্ধান্তে সাজঘরের পথ ধরতে হলো এই উইকেটরক্ষক ব্যাটারকে।

ফলে ইয়াসির আলী রাব্বির সঙ্গে তার গড়া ৬০ রানের জুটি সমাপ্তির মুখ দেখল।

২৯তম ওভারে ফিরেছেন সোহান। টিম সাউদির আউটসাইড অফে পড়া বলটি সুইং করে ভেতরে ঢুকলে পরাস্ত হন এই ব্যাটার।

আম্পায়ার আঙুল তুলে দেওয়ার সাথে সাথে রিভিউ নিলেও শেষ রক্ষা হয়নি। আম্পায়ার্স কলের খেসারতে রিভিউ না হারালেও উইকেট হারিয়েছেন সোহান। দলীয় ৮৭ রানে ষষ্ঠ উইকেটের পতন বাংলাদেশের।

বাংলাদেশি ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে ভরসার প্রতীক হয়ে টিকে ছিলেন লিটন দাস। তবে চা বিরতি শেষে তাকেও সাজঘরে ফেরালেন ট্রেন্ট বোল্ট। ১৮ বলে ৮ রান করে আউট হওয়া লিটন ছিলেন বোল্টের ২৯৯তম টেস্ট শিকার।

আউটসাইড অফের বলে কিছুটা নুয়ে কভার ড্রাইভ করতে গিয়েছিলেন লিটন। তবে বল সুইং করে ভেতরে ঢোকায় ব্যাটের কোণায় লাগা বল তালুবন্দী করেন উইকেটরক্ষক টম ব্ল্যান্ডেল।

ফলে দলীয় ২৮ রানে পঞ্চম উইকেটের পতন ঘটল বাংলাদেশের। উইকেটে এসেছেন নুরুল হাসান সোহান।

ক্রাইস্টচার্চের সবুজ উইকেটে আগুন ঝরাচ্ছেন কিউই পেস জুটি। নিজেদের প্রথম স্পেলে ট্রেন্ট বোল্ট আর টিম সাউদি দুজনই নিয়েছেন দুটি করে উইকেট।

এই বোলিং তোপে দলীয় ১১ রানে ৪ উইকেট নেই বাংলাদেশের।

পরপর দুই ওভারে দুই ওপেনারের বিদায়ের পর থিতু হতে পারেননি তিনে ও চারে নামা ব্যাটাররাও। ইনিংসের ষষ্ঠ ওভারে বোল্টের দুর্দান্ত এক বলে আউট হন নাজমুন হোসেন শান্ত। ১২ বলে ৪ রান করে এই ব্যাটার ক্যাচ তুলে দিয়েছেন টম লাথামের হাতে।

এরপর ফিরেছেন অধিনায়ক মুমিনুল হক-ও। সাউদির ফুলার লেংথের বলে তার লেগস্ট্যাম্প যখন উড়ে যায়, তখনো বাংলাদেশের দলীয় সংগ্রহ আটকে ছিল সেই ১১ রানেই।

দল যখন চরম বিপর্যয়ের মুখোমুখি, তখন লিটন দাস ও ইয়াসির আলী রাব্বির প্রতিরোধে ২৭ রান নিয়ে চা বিরতিতে গিয়েছে দুই দল।

রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ৬ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ৫২১ রান। অধিনায়কোচিত ইনিংসে দলকে নেতৃত্ব দিয়েছেন টম লাথাম।

ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলে আউট হয়েছেন মুমিনুল হকের বলে। জবাবে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ।

উদ্বোধনী জুটীতে বাংলাদেশের হয়ে নেমেছিলেন সাদমান ইসলাম ও অভিষিক্ত নাঈম শেখ। ট্রেন্ট বোল্টের করা ইনিংসের দ্বিতীয় ওভারে দ্বিতীয় বলে সেকেন্ড স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন সাদমান। ৮ বলে ৭ রান করেন তিনি।

পরের ওভারেই আউট হন নাঈম। টিম সাউদির বলে বোল্ড আউট হয়ে ফেরেন এই ওপেনার। ক্যারিয়ারের প্রথম টেস্ট ইনিংসে ৫ বল খেলে রানের খাতা না খুলেই বিদায় নিয়েছেন তিনি।

দুই ওপেনারের বিদায়ে শুরুতেই বড় বিপদে বাংলাদেশ।

এর আগে কিউইদের পাহাড়সম ইনিংসে প্রায় সাড়ে চার সেশন ব্যাটিং করেন লাথাম। ২৫২ রান করেছেন ৩৭৩ বলে। ৬৭.৫৬ স্ট্রাইক রেটে ৩৪টি চারের সঙ্গে মেরেছেন ২টি ছয়।

ক্যারিয়ারে ১২টি শতক ইনিংসে কিউই অধিনায়কের এটিই সবচেয়ে দ্রুতগতির। ব্যক্তিগত সর্বোচ্চ ২৬৪ রান ছুঁতে না পারলেও হ্যাগলি ওভালের সর্বোচ্চ ইনিংসটা খেলেছেন ল্যাথাম।

লাথাম বাদে এদিন টম ব্লান্ডেল খেলেছেন ৬০ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংস। এদিন শুরুতেই নিজের শতক পূরণ করেছেন আগের দিন ৯৯ তে অপরাজিত থাকা ডেভন কনওয়ে।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।

You may also like