Home সারাদেশ অসহায়দের শীতবস্ত্র দিল বিসিএস কর্মকর্তারা

অসহায়দের শীতবস্ত্র দিল বিসিএস কর্মকর্তারা

by Shohag Ferdaus
নেত্রকোনা

নেত্রকোনায় দুই শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে ৩৮তম বিসিএস ক্যাডার পরিবার (সুপারিশপ্রাপ্ত)। ১৮ ডিসেম্বর শুক্রবার দুপুরে জেলার কেন্দুয়া উপজেলার সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বাঙ্গালীর সভাপতিত্বে এবং ৩৮তম বিসিএস ক্যাডার পরিবারের সদস্য (প্রশাসন) পায়রা চৌধুরীর পরিচানায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বজলুর রহমান।

এতে আরও বক্তব্য রাখেন, ৩৮তম বিসিএস ক্যাডার পরিবারের সদস্য শাহনাজ পারভীন (শিক্ষা), মৌমিতা ইভা (প্রশাসন), কাউসার আহমেদ (কৃষি), কামরুল ইসলাম (শিক্ষা), ফকির এমদাদ (শিক্ষা), তারিকুর রহমান (শিক্ষা) এবং নাজনীন সুলতানা সুইটি (শিক্ষা)।

৩৮তম বিসিএস ক্যাডার পরিবারের সদস্য নাজনীন সুলতানা সুইটি জানান, ‘সাহায্য নয় উপহার, পাশে থাকব অঙ্গীকার/ মানবতার মশাল জ্বেলে ৩৮তম পরিবার’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর।

আরও পড়ুন: কুড়িগ্রাম ও নেত্রকোনায় শীতবস্ত্র বিতরণ

ভয়েস টিভি/এসএফ

You may also like