Home জাতীয় অসুস্থ হয়ে সিএমএইচে এইচটি ইমাম

অসুস্থ হয়ে সিএমএইচে এইচটি ইমাম

by Newsroom
অসুস্থ হয়ে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে অসুস্থ অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিচ্ছেন।

৩ মার্চ বুধবার সকালে এইচটি ইমামের ছেলে তানভীর ইমামের স্ত্রী জানান, তাঁকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন।

সূত্র জানায়, এইচ টি ইমাম দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। সম্প্রতি সময়ে অসুস্থতা বাড়লে তাকে সিএমএইচে নেয়া হয়।

২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন হোসেন তৌফিক ইমাম। যিনি দেশের রাজনৈতিক অঙ্গনে এইচটি ইমাম নামে পরিচিত। তাঁর বর্তমান বয়স ৮২ বছর।

You may also like