Home বিশ্ব অস্ট্রিয়ার ৬ স্থানে সন্ত্রাসী হামলায় নিহত ৩

অস্ট্রিয়ার ৬ স্থানে সন্ত্রাসী হামলায় নিহত ৩

by Newsroom
অস্ট্রিয়ার

অস্টিয়ার রাজধানী ভিয়েনায় ছয় স্থানে একদল অজ্ঞাত বন্দুকধারীর হামলা চালিয়েছে। এতে বন্দুকধারীদের  গুলিতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

০২ নভেম্বর, সোমবার স্থানীয় সময় রাত আটটার দিকে ভিয়েনার সাইটেনসটেটিনগাস এলাকাসহ ছয়টি এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।

অস্টিয়ার চ্যান্সেলর সিবাসটিয়ান খুর্জ ঘটনাটিকে ‘ভয়ংকর সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যায়িত করেছেন।স্থানীয় গণমাধ্যম বলছে, আহতদের মধ্যে একজন পুলিশ অফিসারও রয়েছেন।

ছয়টি হামলার মধ্যে একটি হামলা হয়েছে ভিয়েনার মেইন স্ট্রিটের একটি সিনাগগের পাশে। তবে পুলিশ এখনও নিশ্চিত নয় যে হামলার লক্ষ্যবস্তু সিনাগগ ছিল কিনা।

এক টুইট বার্তায় ইহুদি সম্প্রদায়ের নেতা অসকার ডাস বলেছেন, হামলাকারীদের টার্গেট সিনাগগ ছিল কিনা সেই বিষয়টি এখনো পরিষ্কার নয়। কারণ হামলার সময়ে সিনাগগ বন্ধ ছিল।

ভয়েস টিভি/টিআর

You may also like