বিনোদন রিপোর্ট: প্রায় একদশক ধরে অস্ট্রেলিয়া আছেন দেশের জনপ্রিয় নায়িকা শাবনূর। মাঝেমাঝে দেশে এলেও তিনি মূলত অস্ট্রেলিয়া প্রবাসী। করোনা ভাইরাসের কারণে সেখানে তিন মাস বাসা থেকে বের হন না। তবে নিয়মিত দেশের খবর রাখছেন। করোনাকালে চলচ্চিত্র সংশ্লিষ্টদের হাতে কাজ নেই। অনেকেই পরিবার নিয়ে অসহায় জীবন কাটাচ্ছেন। তাদের কথা ভেবে অস্ট্রেলিয়া থেকে পাঁচ লাখ টাকা পাঠিয়েছেন শাবনূর।
সেই টাকা দিয়ে বাংলাদেশে তার সহকারী ও মেকআপ শিল্পী সেলিম অসচ্ছল শিল্পীদের সাহায্য করে যাচ্ছেন। দেয়া হচ্ছে খাদ্যপণ্য। ২৫ কেজি চাল, পাঁচ কেজি তেল, পেঁয়াজ, রসুন, আলুসহ শুকনো খাবার দিয়ে সাজানো হচ্ছে একেকটি বস্তা। কাউকে কাউকে দেয়া হচ্ছে নগদ টাকাও।
শাবনূরের জন্য এসব অসচ্ছল শিল্পীর তালিকা তৈরি করেছেন পরিচালক এম এ আউয়াল পিন্টু। তিনি বলেন, প্রায় এক মাস আগে থেকেই শাবনূর নীরবে সাহায্য করে যাচ্ছেন। কাউকে জানানো নিষেধ ছিল। জানি না কে বিষয়টি প্রচার করেছে। ঈদেও তার নির্দেশনায় বিভিন্ন শিল্পীকে উপহার পাঠানোর জন্য তালিকা করছি।
2
previous post