Home প্রবাসী অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন ১৫৭ বাংলাদেশি

অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন ১৫৭ বাংলাদেশি

by Newsroom


ভয়েস রিপোর্ট: করোনা পরিস্থিতিতে অস্ট্রেলিয়াতে আটকে পড়া ১৫৭ প্রবাসীকে দেশে ফিরিয়ে আনতে একটি বিশেষ ফ্লাইট ঢাকার উদ্দেশ্য রওয়ানা হয়েছে। মেলবোর্ন থেকে ছেড়ে আসা শ্রীলঙ্কান এয়ারলাইনসের ওই ফ্লাইটটি কলম্বোতে যাত্রা বিরতি করবে। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাত ১২টা ৪০ মিনিটে প্লেনটি ঢাকায় পৌঁছাবে। এই পুরো প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস সহযোগিতা করছে। দূতাবাসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের কারণে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত হয়। এই কারণে অস্ট্রেলিয়াতে আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফিরতে চায় কিনা সেটি জানতে একটি নোটিশ দেয় দূতাবাস। ওই নোটিশের পর ৩৪০ জন আগ্রহ প্রকাশ করে। এই আগ্রহের পরিপ্রেক্ষিতে সিডনি থেকে ঢাকা আসার জন্য একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার উদ্যোগ নেয় দূতাবাস। কিন্তু ওই ফ্লাইটে অনেকে অনাগ্রহ দেখালে শ্রীলঙ্কান এয়ারলাইনসের ছোট একটি প্লেনের ব্যবস্থা করা হয়। ফ্লাইটটি মেলবোর্ন থেকে রওনা হয়। যাত্রা শুরুর ৭২ ঘণ্টা আগে সব যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

You may also like