Home সারাদেশ টেকনাফে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসী আটক

টেকনাফে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসী আটক

by Newsroom
অস্ত্রসহ

কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-১৫। ১ ফেব্রুয়ারি সোমবার রাত সাড়ে ৯টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় অভিযান চালিয়ে ১০টি অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, টেকনাফের ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের মৃত আমির হোসেনের ছেলে সৈয়দ হোসেন (৫৫) ও মুচনি রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের আজিজুল হকের ছেলে বদি আলম (২০)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর পক্ষ থেকে আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া ওমরখাল ব্রীজ সংলগ্ন নুর হাসেমের বাড়ির সামনে অস্ত্রধারীর রোহিঙ্গা সন্ত্রাসীরা অবস্থান করছে বলে জানতে পারি। ওই সংবাদের ভিত্তিতে আভিযান চালিয়ে দুটি বস্তাসহ পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

তবে ঘটনাস্থল থেকে অজ্ঞাত আরও ১০ জন পালিয়ে যায়। পরে আটকদের সঙ্গে থাকা বস্তা দুটি তল্লাশি করে নয়টি এসবিবিএল এবং একটি ওয়ানশুটার গান উদ্ধার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ও গুলি বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে এবং সন্ত্রাসী গ্রুপের কাছে ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। অস্ত্রসহ তাদেরকে আইনগত ব্যবস্থা নেয়ার জন্যে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like