ঢাকা: দুর্বৃত্তদের হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে রাত ৯টার দিকে অস্ত্রোপচার করা হতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে ইউএনওকে দেখে এসে তিনি এসব কথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, উনার সেন্স আছে, উনার সঙ্গে কথা বললাম। যখন উনাকে এখানে আনা হয় ও ভর্তি করা হয়, তখন অবস্থা যতটা আনস্টেবল ছিলো, এখন তার অবস্থা অনেকটাই ভালো। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ আছে যেন সবচাইতে ভালো ট্রিটমেন্টটা আমরা তাকে নিশ্চিত করতে পারি। এক্ষেত্রে আমরা আশা করতে পারি যদি সবকিছু ভালো থাকে রাত ৯টায় অপারেশনটা হতে পারে। অপারেশনের পর আমরা আশা করি তার ইমপ্রুভমেন্ট হবে।
তিনি আরও জানান, কেন হামলা হয়েছে সেই বিষয়ে ইউএনও কিছু বলতে পারছে না। এছাড়া, সারা দেশের ইউএনওদের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।
এর আগে ওয়াহিদা খানমকে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে আনা হয়। ইউএনওর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান চিকিৎসকরা।
২ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাত ৩টার দিকে সরকারি বাসভবনে ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।
ওয়াহিদা খানমের মুক্তিযোদ্ধা বাবা ওমর আলী নওগাঁ থেকে মাঝে মাঝে মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। ওয়াহিদা খানমের স্বামী মেজবাহুল হোসেন রংপুরের পীরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত। তাদের তিন বছরের ছেলে সন্তান রয়েছে। হামলার সময় শিশুটি ঘুমন্ত ছিল। বর্তমানে সে ভালো আছে।
এদিকে, কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলাবাহিনী। সিসিক্যামের ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্ত করতে কাজ চলছে।
ভয়েস টিভি/টিআর