Home শিক্ষাঙ্গন অস্বচ্ছল শিক্ষার্থীদের তালিকা চেয়েছে চবি

অস্বচ্ছল শিক্ষার্থীদের তালিকা চেয়েছে চবি

by Newsroom
অস্বচ্ছল শিক্ষার্থীদের

চবি: করোনাভাইরাসের কারণে ঘরে বসে অনলাইন ক্লাসে যুক্ত হতে ডিভাইস ক্রয়ে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা চেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন শিক্ষা-কার্যক্রমে সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিতকরণে লক্ষে এ ব্যবস্থার উদ্যোগ নেয়া হয়েছে। তাই তালিকা তৈরিতে শুধু প্রকৃত আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের নাম তালিকাভুক্ত করতে বলা হয়। যেসব শিক্ষার্থী তালিকাভুক্ত হয়নি তাদের আগামী ২৯ আগস্ট শনিবার নিজ নিজ বিভাগীয় সভাপতিদের কাছে তালিকা দিতে বলা হয়েছে। ইতোমধ্যে যারা নাম জমা দিয়েছে তাদের যোগাযোগের প্রয়োজন নেই বলেও বিজ্ঞপ্তিতে জানান হয়।

এ বিষয়ে এস এম মনিরুল হাসান জানান, ইউজিসি আমাদের কাছে অনলাইন ক্লাসে যুক্ত হতে ডিভাইস ক্রয়ে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা চেয়েছে। তাই আমরা বিভাগীয় সভাপতিদের অস্বচ্ছল শিক্ষার্থীদের তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছি। তালিকা প্রণয়ন হলে আমরা তা ইউজিসিতে পাঠিয়ে দিব।

চলমান মহামারি করোনা ভাইরাসের পরিস্থিতিতে দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যেই অনলাইন ক্লাস শুরু হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ৬ সেপ্টেম্বর থেকে অনলাইন শিক্ষা-কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

ভয়েস টিভি/টিআর

You may also like