Home শিক্ষাঙ্গন সভাপতি ছাড়াই চলছে বেরোবির অ্যাকাউন্টিং বিভাগ

সভাপতি ছাড়াই চলছে বেরোবির অ্যাকাউন্টিং বিভাগ

by Shohag Ferdaus
বেরোবি

বিভাগীয় প্রধান বা সভাপতি ছাড়াই চলছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ। বিভাগীয় প্রধানের মেয়াদ শেষ হওয়ার এক মাস পার হলেও নতুন করে কাউকে নিয়োগ না দেয়ায় বিভাগের কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। বিপাকে পড়েছে বিভাগের কয়েকশ শিক্ষার্থী।

জানা গেছে, জ্যেষ্ঠতার ভিত্তিতে বিভাগের শিক্ষকদের মধ্য থেকে তিন বছরের জন্য বিভাগীয় প্রধান নিয়োগ হয়ে থাকে। অ্যাকাউন্টিংয়ের সর্বশেষ বিভাগীয় সভাপতি ছিলেন মো. শাহীনুর রহমান। গত ২১ অক্টোবর তার মেয়াদ শেষ হয়।

জ্যেষ্ঠতার ভিত্তিতে বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার কথা একই বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুকের। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সাবেক বিভাগীয় প্রধানের মেয়াদ শেষ হওয়ার পরদিন থেকেই তার নিয়োগ হওয়ার কথা। কিন্তু এক মাস পার হলেও তাকে নিয়োগ দেয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিরোধী শিক্ষকদের সঙ্গে তার সখ্যতার কারণে নিয়োগ দেয়া হচ্ছে না বলে একটি সূত্র জানিয়েছে।

এদিকে বিভাগীয় প্রধান হিসেবে কাউকে নিয়োগ না দেয়ায় প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। অনেক শিক্ষার্থী তাদের প্রয়োজনীয় কাগজপত্র উত্তোলন করতে পারছেন না। ফলে চড়ম ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। অপরদিকে নিয়ম বহির্ভূতভাবে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ওই বিভাগে সভাপতি নিয়োগ দেয়া হতে পারে এমন গুঞ্জন উঠেছে।

এ ব্যাপারে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সাবেক বিভাগীয় প্রধান শাহীনুর রহমান বলেন- বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। এখানে আমার কিছু বলার নেই।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল, উপ-উপাচার্য সরিফা সালোয়া ডিনার মুঠোফোনে একাধিকবার ফোন করলে কেউ রিসিভ করেননি। এদিকে উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর দফতরে গেলে সংশ্লিষ্টরা জনাান উপাচার্য ঢাকায় অবস্থান করছেন। পরে উপাচার্যের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনিও ফোন রিসিভ করেনি।

ভয়েস টিভি/এসএফ

You may also like