Home চিকিৎসা অ্যান্টিজেন টেস্ট অনুমোদনের সিদ্ধান্ত

অ্যান্টিজেন টেস্ট অনুমোদনের সিদ্ধান্ত

by Newsroom
অ্যান্টিজেন টেস্ট

ঢাকা: দেশের সরকারি হাসপাতালগুলোতে করোনার অ্যান্টিজেন টেস্ট অনুমোদনে সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২৪ আগস্ট সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কোভিড-১৯ প্রাদুর্ভাব রোধে তাইওয়ান সরকার কর্তৃক স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, রোনার র‍্যাপিড টেস্ট করার কোনো সিদ্ধান্ত নেই। তবে এখন থেকে করোনার অ্যান্টিজেন টেস্ট এর ব্যবস্থা করা হবে। তবে কোনো অ্যান্টিবডি টেস্ট করা হবে না।

জাহিদ মালেক বলেন, দেশে বর্তমানে করোনা পরিস্থিতি অনেক ভালো। সংক্রমণ ও মৃত্যু অনেকাংশে কমেছে। সুস্থ হওয়ার হারও বাড়ছে। টেলিমেডিসিনের মাধ্যমে ঘরে থেকে চিকিৎসা নিয়ে করোনা রোগী ভালো হয়ে যাওয়ায় বর্তমানে হাসপাতালে ৭০ শতাংশ শয্যা খালি পড়ে আছে।

যে দেশে ভ্যাকসিন সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে সে দেশ থেকেই দ্রুত আনা হবে হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এসময় সবাইকে মাস্ক ব্যবহারের প্রতি গুরুত্ব দিতেও আহ্বান জানান তিনি।

ভয়েস টিভি/টিআর

You may also like