Home খেলার খবর হেডের দ্রুততম সেঞ্চুরি, অ্যাশেজের নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়া

হেডের দ্রুততম সেঞ্চুরি, অ্যাশেজের নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়া

by Imtiaz Ahmed

দিনটা নিজের করে নিয়েছেন লম্বা সময় পর দলে জায়গা পাওয়া ট্রাভিস হেড। টপ অর্ডারের ব্যর্থতার পর তার মারকুটে সেঞ্চুরিতে ১৯৬ রানের লিড পেয়েছে অস্ট্রেলিয়া।

অ্যাশেজ ইতিহাসের তৃতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করেছেন হেড।

দ্বিতীয় দিনে দলের খাতায় ১০ রান যোগ হতেই ব্যক্তিগত ৩ রানে আউট হন বাহাতি ওপেনার মার্কাস হ্যারিস। এরপর তিনে নামা

মার্নাশ লাবুশানেকে নিয়ে ১৫৬ রানের জুটি গড়েন ডেভিড ওয়ার্নার। ৭৪ করে জ্যাক লিচের বলে লাবুশানে ফিরলেন একপাশ আগলে রেখে ছিলেন ওয়ার্নার।

এদিন থিতু হতে পারেননি স্টিভেন স্মিথও। মাত্র ১২ রানে আউট হয়েছেন মার্ক উডের বলে। এর পরপরই শতক থেকে মাত্র ৬ রান দূরে থেকে আউট হন ওয়ার্নার।

পরের বলেই ফেরেন ক্যামেরন গ্রিন। এক ওভারে জোড়া শিকার করে ওলি রবিসন ইংল্যান্ডকে দারুণভাবে ম্যাচে ফিরিয়েছিলেন। তবে তা যথেষ্ট ছিল না।

দলকে বিপর্যয় থেকে উদ্ধার করে সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছেন নাম্বার পাঁচে খেলা ট্রাভিস হেড।

উসমান খাজাকে টপকে এই টেস্টে জায়গা করে নেওয়া এই ব্যাটারের অন্তর্ভূক্তি যে ভুল সিদ্ধান্ত ছিল না প্রমাণ করেছেন অ্যাশেজ ইতিহাসের তৃতীয় ও গ্যাবার ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়ে।

৫১ বলে ফিফটি, আর মাত্র ৮৫ বলে সেঞ্চুরি। ক্যারিয়ারের তৃতীয় আর অ্যাশেজে প্রথম সেঞ্চুরি হেডের। তার চেয়ে কম বলে অ্যাশেজে সেঞ্চুরি করার রেকর্ড কেবল এডাম গিলক্রিস্ট আর গিলবার্ট জোসেফের।

দ্বিতীয় দিন শেষে হেডের অপরাজিত ১১২ রানে ভর করে ১৯৬ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। হাতে এখনো তিন উইকেট।

You may also like