Home সারাদেশ এইচএসসি পরীক্ষার্থীর মুখে এসিড নিক্ষেপ

এইচএসসি পরীক্ষার্থীর মুখে এসিড নিক্ষেপ

by Mesbah Mukul

নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় এক  এইচএসসি পরীক্ষার্থীকে এসিড নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা। মামলার পরই এক যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার পরিদর্শক সাদাত বিষয়টি নিশ্চিত করেছেন।

সাদাত বলেন, ‘ঘটনার পর আমরা অভিযান চালিয়ে একজনকে আটক করি। পরে ভিকটিমের বাবা বাদী হয়ে কয়েকজনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে ওই আসামিকে সোমবার ২২ নভেম্বর আদালতে পাঠানো হয়। শুনানি শেষে ওই আসামিকে কারাগারে পাঠান বিচারক। মামলার অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।’

এদিকে ভুক্তভোগীর চাচাতো ভাই মেহেদী হাসান বলেন, ‘তাকে ঢাকার বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সে দু’চোখে কিছু দেখতে পাচ্ছে না। চিকিৎসকরা জানিয়েছেন, তার মুখমণ্ডলের সামনের অংশ শতভাগ পুড়ে গেছে। ডাক্তাররা তার চিকিৎসার পাশাপাশি তাকে অবজারভেশনে রেখেছেন।’

ভুক্তভোগী ওই তরুণীর মা জানান, ‘রবিবার ২১ নভেম্বর সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলেন আমারে মেয়ে। বাড়ির কাছেই তার মুখে এসিড ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আমার মেয়ে তখন ‘আমার মুখে এসিড মেরেছে’ বলে চিৎকার দিতে দিতে বাড়িতে ঢোকে। এরপর তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান ডাক্তার।’

আরও পড়ুন : ডিভোর্স দেয়ায় স্ত্রীর মুখে এসিড ছুড়ে মারল স্বামী

ভয়েসটিভি/এমএম

You may also like