Home অপরাধ মোবাইলের আইএমইআই নম্বরও বদলে ফেলত তারা

মোবাইলের আইএমইআই নম্বরও বদলে ফেলত তারা

by Newsroom
আইএমইআই

মোবাইল চুরির পর মাত্র ১০ মিনিটে আইএমইআই নম্বর (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি) পরিবর্তন করে ফেলে এমন একটি চক্রের ১২ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি।

এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আড়াইশ মোবাইল ফোন সেট গুলিস্তান পাতাল মার্কেটের ভেতরে বসে দীর্ঘদিন ধরে অপরাধ কর্ম চালিয়ে আসছিলো চক্রটি।

তার আইএমইআই নম্বর বদলে ফেলত বলে চুরি হয়ে যাওয়া মোবাইল সেট ফিরে পাওয়া অসম্ভব হয়ে পরে। বৃহস্পতিবার সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার এক সংবাদ সম্মেলনে তাদের অভিযানের বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন,  বুধবার গুলিস্তান পাতাল মার্কেটসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মুরাদ খান এবং লাভলু হাসান নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা নির্ধারিত চোরদের কাছ থেকে মোবাইল ফোন কিনতো।

রেজাউল বলেন,  একটি ক্ষুদ্র ডিভাইসের মাধ্যমে তারা এসব মোবাইলের লক খুলে দ্রুত সময়ের মধ্যে আসল আইএমইআই নম্বর পরিবর্তন করে নতুন একটি নম্বর যুক্ত করে দিতো।

গ্রেপ্তার হওয়া অন্যান্যরা হলেন- আল আমিন ওরফে অনিক, বশির আলম শুভ, আব্দুল মালেক, মোহাম্মদ তামিম, শাহ আলম, স্বপন, জাহাঙ্গির আলম, মো. ইমাম হাসান, মো. আরিফ ও আল আমিন।

ভয়েস টিভি/টিআর

You may also like