Home সারাদেশ আইপিএলের জুয়া ঠেকাতে ক্যাবল নেটওয়ার্ক বন্ধ ঘোষণা

আইপিএলের জুয়া ঠেকাতে ক্যাবল নেটওয়ার্ক বন্ধ ঘোষণা

by Newsroom
নিম্নমানের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালীন সময়ে জুয়া রোধে ফেনীর পরশুরামে ক্যাবল নেটওয়ার্ক (ডিস) বন্ধের ঘোষণা দিয়েছেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল।

বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিংও করা হয়েছে।

পৌরসভার মেয়রের এমন উদ্যোগে অভিভাবকসহ সচেতন মহলে প্রশংসা কুড়িয়েছে। তবে সাধারণ দর্শক ও ক্রীড়ামোদী অনেকে নেতিবাচক মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

স্থানীয়রা জানিয়েছে, আইপিএল খেলা দেখার জন্য শহর ও গ্রামাঞ্চলের হাট-বাজারের চায়ের দোকানে, হোটেল-রেস্তোরায় বিভিন্ন বয়সের ও শ্রেণি পেশার মানুষ ভীড় জমান। খেলা চলাকালীন সময়ে জুয়া খেলতে গিয়ে অনেকে সর্বস্বান্ত হয়ে যাচ্ছে।

তাই প্রতিবারের আইপিএল জুয়ার কালচার বন্ধ করতে খেলা চলাকালীন সময়ে পৌরসভা ও উপজেলার ৩ ইউনিয়নে ক্যাবল নেটওয়ার্ক (ডিস) বন্ধের ঘোষণা দেন সাজেল চৌধুরী।

তিনি জানান, খেলা চলাকালীন সময়ে কিশোর-যুবকরা যাতে বাসা-বাড়ির বাইরে যেতে না পারে তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ডিস সংযোগ বন্ধ রাখা হবে। এছাড়া প্রতিটি এলাকায় আড্ডা ঠেকাতে টিম করে দেয়া হয়েছে। তারা খেলা চলাকালীন সময়ে তদারকীতে থাকবেন।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াছিন শরীফ মজুমদার জানান, জুয়া ও নেশার কবল থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। এজন্য আইপিএল খেলা চলাকালীন সময়ে ডিস বন্ধের সিদ্ধান্ত সাধুবাদ জানাই।

পরশুরাম মডেল থানার ওসি মো: শওকত হোসেন জানান, জুয়ার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে পুলিশ অভিযান পরিচালনা করবে।

তবে খেলা চলাকালীন সময় ছাড়া অন্যসময় পরশুরাম উপজেলায় ক্যাবল টিভি নেটওয়ার্ক  স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক এর ম্যানেজার আবুল কালাম।

ভয়েস টিভি/টিআর 

You may also like