Home খেলার খবর আইপিএল রোমাঞ্চ: নজর থাকবে যাদের উপর

আইপিএল রোমাঞ্চ: নজর থাকবে যাদের উপর

by Imtiaz Ahmed

অবশেষে শেষ হতে যাচ্ছে অপেক্ষার পালা। শনিবার মাঠে গড়াচ্ছে বহুল আলোচিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসর। এবার অংশ নিচ্ছে মোট ১০ দল।

এবারের টুর্নামেন্টে বেড়েছে খেলোয়াড়ের সংখ্যাও।

চলতি বছর স্বাভাবিকভাবেই বেশ কিছু ক্রিকেটারের ওপর চোখ থাকছে ক্রিকেট বিশ্লেষকদের। যারা কাঁপাতে পারেন আইপিএল ২০২২।

সংবাদ সংস্থা এএফপি তাদের করা এক তালিকায় এগিয়ে রাখছে পাঁচজন ক্রিকেটারকে।

লিয়াম লিভিংস্টোন (পাঞ্জাব কিংস): এবারের নিলামে সবচেয়ে বেশি টাকা দিয়ে ইংল্যান্ড অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনকে কিনেছে পাঞ্জাব কিংস।

ব্যাট হাতে যেমন ঝড় তুলতে পারেন লিয়াম, আবার স্পিন ঘূর্ণিতে প্রতিপক্ষ ব্যাটারের ঘুমও কেড়ে নিতে পারেন।

ডেভিড ওয়ার্নার (দিল্লি ক্যাপিটালস): সানরাইজার্স হায়দরাবাদের হয়ে গত মৌসুমটা মোটেও ভালো যায়নি ওয়ার্নারের। এবার দল পরিবর্তন করে দিল্লি ক্যাপিটালসে ওয়ার্নার।

দিল্লির কোচ ওয়ার্নারের স্বদেশী রিকি পন্টিং। ফলে তার অধীনে বাঁহাতি ব্যাটার ভালো করবেন বলে আশা।

রশিদ খান (গুজরাট টাইটানস): এবারের আইপিএলের নতুন দল গুজরাট। মেগা নিলামে নি:সন্দেহে দলটির সেরা বাছাই রশিদ খান। দারুণ ফর্মে আছেন আফগান স্পিন জাদুকর।

পিএসএলে দুর্দান্ত বোলিং করেছেন। পাশাপাশি ব্যাটিংটাও করেছেন বেশ। যত দিন যাচ্ছে, তত পুরোদস্তর অলরাউন্ডার হয়ে উঠছেন তিনি। ফলে তাকে নিয়ে বাজি ধরছেন অনেকে।

সুনিল নারাইন (কলকাতা নাইট রাইডার্স): এখন পর্যন্ত প্রায় ৪০০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন নারাইন। এবারের আইপিএলে অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার তিনি।

শুধু বল নয়, ব্যাটেও তাণ্ডব চালাতে পারেন ক্যারিবীয় অলরাউন্ডার। ফলে তাকে কেকেআরের তরুপের তাস ভাবছেন ক্রিকেট বোদ্ধারা।

বিরাট কোহলি (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু): দীর্ঘদিন ধরে রানখরায় ভুগছেন কোহলি। আইপিএলে তা কাটাতে মরিয়া তিনি।

জিততে চান প্রথমবারের মতো আইপিএল শিরোপা। ক্যারিয়ারে প্রায় সব জিতেছেন মাস্টার ব্লাস্টার।

তবে নিজ দেশে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা জিততে পারেননি কোহলি। এবার সেটাই করে দেখাতে চান ডানহাতি ব্যাটার।

You may also like