Home খেলার খবর অসুস্থ বাবার পাশে থাকতে আইপিএল খেলবেন না মালিঙ্গা

অসুস্থ বাবার পাশে থাকতে আইপিএল খেলবেন না মালিঙ্গা

by Shohag Ferdaus
আইপিএল

সুরেশ রায়না আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কদিন আগে। আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিকের (৫৩৬৮ রান) পর সর্বোচ্চ উইকেটশিকারি (১৭০ উইকেট) লাসিথ মালিঙ্গাকেও দেখা যাবে না এবার আইপিএলে। ব্যক্তিগত কারণ দেখিয়ে ২ সেপ্টেম্বর আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মুম্বাই ইন্ডিয়ানসের শ্রীলঙ্কান পেসার। অবশ্য এরই মধ্যে মালিঙ্গার বিকল্পও খুঁজে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। মালিঙ্গার বদলে বল হাতে দেখা যাবে জেমস প্যাটিনসনকে। আইপিএলে এখনো কোনো ম্যাচ খেলেননি অস্ট্রেলিয়ান এ পেসার।

আগামী ১৯ সেপ্টেম্বর মরুর বুকে শুরু হচ্ছে আইপিএলের ১৩তম আসর। বাবার অসুস্থতার জন্য মালিঙ্গা খেলতে পারবেন না বলে এরই মধ্যে মুম্বাই ইন্ডিয়ানসকে জানিয়েছেন তিনি। আগামী সপ্তাহে মালিঙ্গার অসুস্থ বাবার শরীরে অস্ত্রোপচার হতে পারে। মালিঙ্গা এখন শ্রীলঙ্কায় বাবার কাছে আছেন।

গত মৌসুমে আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে মুম্বাই ইন্ডিয়ানসের চতুর্থ শিরোপা জয়ে অবদান ছিল মালিঙ্গার। শেষ ওভারে মালিঙ্গার দুর্দান্ত বোলিংয়েই মূলত ট্রফি জেতে রোহিত শর্মার দল।

মালিঙ্গার অভাবটা মেনে নিয়েছেন আম্বানি বলেন, ‘লাসিথ একজন কিংবদন্তি ক্রিকেটার এবং মুম্বাই ইন্ডিয়ানসের বড় শক্তি। এই মৌসুমে মালিঙ্গার অভাবটা যে আমরা হাড়ে হাড়ে টের পাব সেটা মোটেও অস্বীকার করার উপায় নেই। তারপরও আমরা বুঝতে পারছি এই মুহূর্তে মালিঙ্গার শ্রীলঙ্কায় তাঁর পরিবারের কাছে থাকা প্রয়োজন।’

মুম্বাই ইন্ডিয়ানসে প্যাটিনসনকে স্বাগত জানিয়ে আম্বানি বলেন, ‘মুম্বাই ইন্ডিয়ানস “এক পরিবার” মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত এবং দলের সদস্যদের সুস্থতা সব সময় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি আমরা। আমাদের পরিবারে জেমসকে স্বাগত জানাচ্ছি।’

ভয়েস টিভি/এসএফ

You may also like