Home বিশ্ব ভারতে আইসিইউতে অগ্নিকাণ্ড, ৫ করোনা রোগীর মৃত্যু

ভারতে আইসিইউতে অগ্নিকাণ্ড, ৫ করোনা রোগীর মৃত্যু

by Shohag Ferdaus
অগ্নিকাণ্ড

ভারতের রাজকোটে একটি কোভিড হাসপাতালে আগুন লেগে ৫ রোগীর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় শুক্রবার ভোরে গুজরাটের রাজকোটের শিবানন্দ হাসপাতালে এ আগুন লাগে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। খবর টাইমস অব ইন্ডিয়া।

আগুন লাগার পর ২৮ জন করোনা আক্রান্তকে হাসপাতাল থেকে উদ্ধার করা হয়। গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে এই ঘটনায় ক্ষতক্ষতির পরিমাণ বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এদিকে রাজ্যের ফায়ার সার্ভিসের বরাত দিয়ে আনন্দবাজার বলছে, ‘রাত ১টা নাগাদ আইসিইউ-তে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল। হাসপাতাল থেকে মোট ৩০ জনকে উদ্ধার করা হয়। সেখানে ভর্তি করোনা আক্রান্তদের মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে। তিনজন হাসপাতালের মধ্যে মারা যান। উদ্ধার করার পর বাকি দু’জনের মৃত্যু হয়।’

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, করোনা মহামারীকালে রাজকোট শহরের শিবানন্দ জেনারেল অ্যান্ড মাল্টি-স্পেশ্যালিটি ট্রাস্ট হাসপাতালটি কোভিড রোগীদের চিকিৎসার জন্য নির্দিষ্ট করা হয়। শুক্রবার ভোরে হাসপাতালের আইসিইউ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আশপাশের কয়েকটি ওয়ার্ডে আগুন ছড়িয়ে পড়ে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, হাসপাতালটিতে ৩৩ জন কোভিড রোগী চিকিৎসাধীন ছিলেন। অগ্নিকাণ্ডের সময় শুধু আইসিইউতে ১১ জন রোগী ছিলেন।

শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন রাজকোটের ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

গত ৬ আগস্ট গুজরাটের আহমাদাবাদের নবরঙপুর এলাকায় একটি বেসরকারি কোভিড হাসপাতালে ভয়াবহ আগুনে ৮ জন রোগী মারা যান।

ভয়েস টিভি/এসএফ

You may also like